আস্সালামুআলাইকুম । - TopicsExpress



          

আস্সালামুআলাইকুম । বহুদিন তেমন কোন তথ্য পোস্ট করতে পারিনি। আজকের পোস্টটি গুরুত্বপূর্ণ না হলেও একেবারে ফেলনা নয়। আজকের পোস্টটি হচ্ছে ইন্টারনে ভিত্তিক কিছু তথ্য কণিকা নিয়ে। পোস্টটিকে প্রথমেই তিনটি Segment এ ভাগ করে ফেলা যাক। Segment 1 এ থাকছে ওয়েবসাইট ভিত্তিক কিছু Error এর বর্ণনা। Segment 2 তে থাকছে ইন্টারনেট ভিত্তিক কিছু সংক্ষিপ্ত রূপের পূর্ণ রূপ। Segment 3 তে থাকছে কিছু বিখ্যাত সাইটের জনকদের নাম। Segment 1 আমাদের জীবনে ইন্টারনেটের গুরুত্ব কাউকে বিশ্লেষণ করে বোঝানোর কোন দরকার নেই। কেননা আমরা জানি এবং বুঝি এবং মানি যে ইন্টারনেট না থাকলে আমাদের কাজকর্ম অনেক সময় সাপেক্ষ হত। আমরা মাঝেমধ্যেই বিভিন্ন সাইট ব্রাউজি|ং এর ক্ষেত্রে দেখি যে, সাদা একটা page এসে হাজির হয় এবং তাতে একটা সংখ্যা লেখা তাকে মাত্র। কিন্তু আমরা অনেকেই বুঝিনা এটার মানে কি, এগুলোর মানে বোঝানোর জন্যই এই Segment । কোন সংখ্যার কি অর্থ তা নিচে দেওয়া হল। 403 Forbidden – সার্ভার অনুরোধ গ্রহণ করেনি। 203 Non-Authoritative Information (Since HTTP/1.1) – সার্ভার যে তথ্য দিচ্ছে তা অন্য কোনো সূত্র থেকে আসছে। 502 Bad Gateway - নির্দিষ্ট ঐ সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল। 204 No Content – সার্ভারে কোনো উপাদান পাওয়া যায়নি। 410 Gone – বর্তমানে সার্ভার পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও পাওয়া যাবে না। 404 Not Found – বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরে পাওয়া যেতে পারে। 413 Request Entity Too Large – ধারণক্ষমতার চেয়ে বেশি পরিমাণ অনুরোধ সার্ভারে পাঠানো হয়েছে 400 Bad Request – অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি। 408 Request Timeout – অনুরোধ করে সার্ভারের সাড়া পাওয়ার সময়। Segment 2 এই Segment টি একদম গুরুত্বহীন। এখানে আমাদের জানাকিছু সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ দিচ্ছি। আমি এখানে বেশি কিছু দিইনি। যে সংক্ষিপ্ত রূপ গুলো দৈনন্দিন আমরা দেখে অভ্যস্ত সেগুলোই দিয়েছি। Internet – International Network IRC – Internet Relay Chat XML – Extension Markup Language HTTP – Hyper Text Transfer Protocol HTML – Hyper Text Markup Language URL – Universal Resource Locator FTP – File Transfer Protocol WAN – Wide Area Network LAN – Local Area Network MAN – Metropolitan Area Network NNTP – Network News Transfer Protocol ISP – Internet Service Provider EMAIL – Electronic Mail Segment 3 আমাদের চিরচেনা বিখ্যাত কিছু ওয়েবসাইট যেগুলোর জন্য অধিকাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে সেগুলোর জনকগণকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই Segment । উনাদের নাম নিচে দেওয়া হল। Twitter – জ্যাক ডোরসে, নোয়া গ্লাস, ইভান উইলিয়ামস, বিজ স্টোন Facebook – মার্ক জুকারবার্গ Google – ল্যারি পেজ, সার্জে ব্রিন Search Engine – এলান এমটাজ Youtube - চ্যাড হারলি, স্টিভ চ্যান, জাভেদ করিম Yahoo – ডেভিব ফিলো, জেনি ইয়াং Blog – ইভান উইলিয়ামস Email – রে টমলিনসন দোয়া করবেন যাতে আগামীতে আরো ভালো পোস্ট উপহার দিতে পারি। আর ভুলত্রুটি গুলো নিজ গুণে ক্ষমা করে দেবেন আশা করা।
Posted on: Sat, 14 Sep 2013 18:16:42 +0000

Trending Topics



;">
Selle San Marco Concor Saddle and Leather Bar Tape Review Offer.

Recently Viewed Topics




© 2015