ইংরেজী নিয়ে দশটি টি - TopicsExpress



          

ইংরেজী নিয়ে দশটি টি মজার এবং বিস্ময়কর তথ্য 1)”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে। 2) “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে। 3) Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে। 4) A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে। 5) I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!! 6) It is raining. / Bristi is reading. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে 7) Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়। 8) Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে । 9) ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed 10) Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
Posted on: Thu, 20 Nov 2014 14:43:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015