ইংরেজ ফুটবল খেলোয়াড় - TopicsExpress



          

ইংরেজ ফুটবল খেলোয়াড় অ্যান্ডি কোল (Andy Cole) -৪৩তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৭১ সালের ১৪ অক্টোবর ইংল্যান্ডের নটিঙ্গহ্যামে জন্মগ্রহন করেন। ১৯৮৯ সালে বিখ্যাত ইংলিশ ক্লাব আর্সেনাল (Arsenal) –এর হয়ে তার ইংলিশ প্রিমিয়ার লীগে অভিষেক হয়। তিনি আর্সেনাল ছাড়াও নিউক্যাসেল ইউনাইটেড (Newcastle United), ফুলহাম (Fulham), ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester City), সান্ডারল্যান্ড (Sunderland) সহ বিভিন্ন বিখ্যাত ক্লাবে কেলেন। ১৯৯৫ সালে তার ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়। জাতীয় দলের হয়ে তিনি ১৫টি ম্যাচে অংশ নেন। দ্বীর্ঘ এক ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের প্রায় সকল ফুটবল সম্মাননা লাভ করেন। তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে ২য় সর্বোচ্চ গোলদাতা। ইংলিশ প্রিমিয়ার লীগে তিনি ১৮৭টি গোল করেন। ২৬০ গোল করে তার আগে আছেন কেবল অ্যালান শিয়েরার (Alan Shearer)। অ্যান্ডি ২০০৮ সালে অবসর গ্রহন করেন। বর্তমানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে আছেন। শিশুদের জন্য কাজ করার জন্য তিনি Andy Cole Childrens Foundation গঠন করেন।
Posted on: Mon, 13 Oct 2014 18:06:31 +0000

Recently Viewed Topics




© 2015