"ইগোনেস" বা আত্নঅহমিকা - TopicsExpress



          

"ইগোনেস" বা আত্নঅহমিকা ব্যাপারটা ইসলাম কখনও সমর্থন করে না। ইসলাম নিয়ে আমাদের মাঝে যারা অল্প একটু বইয়ের পাতা নাড়াচাড়া করি (নবম দশম শ্রেণির ইসলাম শিক্ষার গন্ডির বাহিরে) তারা অনেকেই একটা আত্নম্ভরিতায় ভুগেন যে আরে আমার ফ্রেন্ড তো কিছুই জানেন না। বেশিরভাগের ইসলাম শেখার দৌড়টা এখন কিছু টাইটেল যেমন শায়েখ, উস্তাদ, মসজিদ কমিটির সভাপতি কিংবা আল্লামা ইত্যাদিতে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। "আমি বেশি জানি এবং আমার যোগ্যতাতেই" মূলত এই hypothesis থেকে ইগোর আরম্ভ। একটা কথা আমরা সবাই জানি এবং মানি যে, আদম(আ) কে সৃষ্টি করার পর যখন ইবলিশকে বলা হল তাঁকে সেজদা করতে সে কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করেছিলো। এই ব্যাপারটা কাজ করেছিলো যে তার জ্ঞান গরিমা অনেক বেশি মাটির তৈরি একজন মানুষের তুলনায়। অর্থাত্‍ ইগোইজম এর উত্‍পত্তি মানব সৃষ্টির শুরুতেই। আমরা চাই না শয়তানের পদাঙ্ক অনুসরণে। সিরাতুল মুস্তাকিম বা সরল পথ একটাই। আর তার চারপাশে শাখা প্রশাখার ন্যায় বেরিয়ে থাকা বাঁকা পথগুলোর মুখে দাঁড়িয়ে একজন শয়তান ডাকছে। দ্বীনি ইলম অর্জন যেমন জরুরী, আল্লাহর কাছে তার চেয়েও বেশি জরুরী কার আমল কতটুকু সহীহভাবে আল্লাহ বিবেচনায় নিয়েছেন। আমি আপনি কোন রকমে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, খুশু খুজু ছাড়া। কোনভাবেই বলতে পারি না যে জান্নাতের টিকেট পেয়ে সিট রিজার্ভ করে রেখেছি। সৌভাগ্যপ্রাপ্ত দশজন যেখানে অতি বিনয়ী ছিলেন, সেখানে আমরা কি! আমি কি! মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শয়তান আমাদের নিয়ে খেলা করে। আর প্রতিটা বিষয় যেহেতু predetermined, সেহেতু আমাদের উচিত অন্তরে যাতে একই সাথে আল্লাহর ভয় এবং রহমতের আশা দুটোই থাকে। আল্লাহ সর্বজ্ঞাত।
Posted on: Fri, 19 Jul 2013 16:01:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015