ইনু কি - TopicsExpress



          

ইনু কি ভারসাম্যহীন..................? গত রাতে খবরে দেখলাম ইনু বলেছেন ,‘বঙ্গবন্ধুকে হত্যার পর ‘অধিকার’ প্রতিবাদ করেনি, তার বিচার দাবি করেনি।’ বঙ্গবন্ধু মারা গেছে কবে আর ‘অধিকার’ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৪ সালে। তো ইনু সাহেব কোথায়-কখন প্রতিবাদ করেছিলেনকেউ কি বলতে পারবেন? মাতলামির একটা শেষ থাকে। বঙ্গবন্ধুকে হত্যার পর এই বঙ্গবন্ধু প্রেমিক কি বলেছিলেন দেখুন, ‘‘শেখ মুজিবুররহমান (এখানে কিন্তু বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করেন নি) গণতান্ত্রিক রাজনীতিতে অক্ষম ছিল, সে বিরোধী আন্দোলনে ভীত হয়ে পড়ত, মানুষের উপর সে একরকম জোর জবরদস্তি চালাচ্ছিল, তার মধ্যে সমালোচনা বা বিরোধীতা সহ্য করার শক্তি ছিল না।" তাইআফিস নজরুলের ভাষায় এই রাজনৈতিক এতিমকে ভারসাম্যহীন ছাড়া আর কি বলা যায়................?
Posted on: Thu, 15 Aug 2013 09:16:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015