ইবোলায় আক্রান্ত - TopicsExpress



          

ইবোলায় আক্রান্ত বাংলাদেশের মেডিকেল টেকনোলজি তাজুল ইসলাম, টরেন্টো, কানাডা। --------------------------------- একটি জাতির সবচেয়ে বড় পরিচয় তার শিক্ষা পেশা ও পেশাগত মর্যাদা। আর তাই পেশাগত দক্ষতাকে পরিকল্পিতভাবে ভেংগে দেয়া হয়েছে। যেন এ জাতি আগামী ৫০ বছর মাথা উঁচু করে দাড়াতে না পারে। গত ৬ দশকে এ জাতি যা আর্জন করেছিল তা কয়েক জনের ঘৃণ্য স্বার্থ সিদ্ধীর জন্য এ জাতির গায়ে ইবলার আক্রমন করিয়েছে। BTEB (Bangladesh Technical Education Board) বা SMFB (State Medical Faculty of Bangladesh) এর পক্ষে বা বিপক্ষে বলার আমরাকে? তবে আপনারা এ জাতির স্বার্থ কে তিলে তিলে শেষ করে দিয়েছেন। ৩ দশক আগে বহু কষ্টে এ জাতিকে টেকনিশিয়ান আপবাদ ঘুছিয়ে টেকনোলজিষ্ট হতে হয়েছিল। ঠিক এ মুহূর্তে যখন বাংলাদেশ হাটি হাটি পা পা করে ডিজিটাল বাংলাদেশের দিকে আগিয়ে যাচ্ছে ঠিক সে মুহূর্তে স্বার্থন্বেশী গুটি কয়েক লোভী মানুষের লালোসার শিকার হয়ে এ জাতি ৫০ বছরের পুরান অ্যানালগ টেকনিশিয়ানে পরিণত হচ্ছে; যেখানে এ জাতি ডিজিটাল টেকনলোজিষ্ট হয়ার কথা। উন্নত বিশ্বে মেডিকেল টেকনোলজিস্ট কে কি বলা হয় জানেন? “Technologist is the last line of diagnosis” আর বাংলাদেশে টেকনোলজিস্ট নামে মরনাস্ত্র বানান হচ্ছে। কয়েক বসর আগে নিজের চোখে দেখে এসেছি পায়ের এক্স রে করতে Kvp65 ,mAs24, mA 150 ব্যাবহার করছে আথচ উক্ত টেকনিকে যেটুকু রেডিয়েশন উৎপন্ন হয় তা দিয়ে প্রায় ১০ টি পায়ের এক্স রে করা সম্ভব। এমনকি রোগীকে রেডিয়েশন থেকে প্রটেকশন করার কোন ব্যবস্থা নেই। এ লজ্জা রাখি কোথায়? জিজ্ঞেস করে জানতে পারলাম উনি BTEB এর একটি প্রতিষ্ঠান থেকে পাস করেছেন ৷ তাই BTEB জিজ্ঞেস করতে চাই কে দিয়েছে রোগীকে মারার এ নগ্ন আধিকার। আপনাদের যোগ্যতার আনেক আভাব রয়েছে। বাংলাদেশে কখনও কি শুনেছেন এক্স রে টেনোলজিস্ট সন্তান ধারনের সম্ভবনাময় রোগীনিকে জিজ্ঞেস করতে “ আপনি কি গরভবতী?” এবং সেক্ষেত্রে তার করণীয় কি। তা হলে আপনি কি করে আশা করেন এ পেশায় দক্ষতা বেড়েছে? কিছু দিন আগে একটা পেপার কাটিং দিষ্টি গোচর হল। “( দৃষ্টি আকর্ষণ মাননীয় প্রধান মন্ত্রী) দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরী হচ্ছে । বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বি টি ই বি) থেকেই। সৌজনেঃ বোর্ড আফিলিয়েটেড সোসাইটি ফর মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউশন্স (বামি)। গভঃ রেজি নং এস- ৮৮৬৪। তাতে লেখা আছে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের সনদ আন্তর্জাতিক গ্রহণ যোগ্য হয়ওয়ায় পাশকৃত ছাত্র ছাত্রীরা বিদেশের স্বনামনধন্য বিশ্ববিদ্যালয় গুলিতে অধায়নরত। বিদেশ বলতে আপনি যদি ইথিওপিয়া, ভুটান, নেপাল বা কম্বডিয়া বুঝিয়ে থাকেন তা হলে আমার কিছু বলার নেই। কিন্তু মেডিকেল টেকনোলজির উচ্চ শিক্ষার সূতিকাগার উত্তর আমেরিকা, আস্ট্রেলিয়া, যুক্তজরাজ্য বা জাপান কোথায় একটি ছাত্র লেখা পরা করেছে দেখাতে পারবেন? সবচেয়ে আশ্বচার্য্যের ব্যাপার হলো উন্নত বিশ্বে এ পেশায় লেখা পড়া করতে হলে নুন্নতম শিক্ষা গত যোগ্যতা grade12 science হতে পাস হতে হবে এবং ৮০% মার্ক থাকতে হবে। অন্যদিকে BTEB বা SMFB এর শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ভর্তি হতে হলে কি যোগ্যতা ও কত % মার্ক দরকার তা সকলের জানা। তা হলে এসব অপপ্রচারের কি দরকার? ওখানে আরেকটি কথা বলা হয়েছে “ সিলেবাস ও প্রশ্নপত্র প্রনয়নের ক্ষেত্রে দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারী মেডিকেল কলেজের অধ্যাপক/ ডাক্তার/শিক্ষক বৃন্দের সমন্বয় করে তৈরী করা হয়। ২৩৮ টি মেডিকেল টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষক রয়েছেন যারা পরীক্ষার মান উন্নয়নের বিষয়ে সহযোগিতা করে থাকেন যদি তাই হয়ে থাকে তবে উন্নত বিশ্বে তাতেএ পেশায় বাংলাদেশের এ পেশার লোকদের অবাধ পদচারনা নাই কেন? তাহলেতো শিক্ষারথীসহ ঐ সব শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা প্রস্নবিদ্ধ। এই পেশাদারীত্ব সংরক্ষন ও প্রসার লাভের জন্য অনতিবিলম্বে উন্নত বিশ্বের ন্যায় প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা Regulatory Body তৈরী করা উচিৎ আর যদি তানা করা যায় তাহলে প্রত্যেক গ্রুপ মিলিয়ে একটি Medical Technology Federation Regulatory Body (Federation of Health Technology College of Bangladesh) গঠন করা যেতে পারে। যেহেতু মেডিকেল টেকনোলজি একটি Regulatory profession সেহেতু এ পেশাদারিত্ব বিকশিত হওয়ার জন্য Regulatory Health Profession Act (RHPA) হওয়া আকান্ত বাঞ্ছনীয়। আজ যদি এ পেশার Regulatory Body ও RHPA থাকত তাহলে কোন অবস্থায় আজকে যে আরাজগতার সৃষ্টি হয়েছে তা কোন দিনও হয়ত হতনা, মেডিকেল টেকনোলজি পেশার বৈষমে্যর সৃষ্টি হতনা। আজ যারা এ জাতিকে দুটি সারিতে দাড় করিয়ে একে অপরের বিরুধে লেলিয়ে দিয়েছে তা সম্বভব হতনা। এম্নিতেই অনেক দেরী হয়ে গেছে এখনি যদি এটা বন্ধ না যায় তবে আগামীতে এ পেশার লোকজন কাজ রেখে রাজপথে হানাহানি করবে! গত ৬ দশকের আর্জন এবং আজ যদি এ জাতি আরো কিছু আর্জন করে তা যেন সুরক্ষীত থাকে। হয়তবা আগামী দিনে দেখা যাবে এ জাতির আর্জন অন্নেরা লুটেপুটে নিয়ে যাচ্ছে, যেভাবে এখন BTEB নিয়ে যাচ্ছে। এ জাতির করার কিছুই থাকবে না । তাই Regulatory Body এর কথা এখনি ভাবতে হবে এবং Legislation and By Laws দারা এ পেশার স্বার্থ তথা জনগনের স্বার্থও সুরক্ষীত করতে হবে। Regulatory Body এর সক্রিয় সদস্য ও Licence ধারী ব্যাতিত এ পেশায় বাংলাদেশে অন্য কেউ কাজ করতে পারবে না। এ পেশার মান, কন্টিনিউ এডুকেশন, পেশার নীতিনির্ধারণ ও পেশার নিয়ন্ত্রন স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরামরশক্রমে Regulatory Body কন্ট্রোল করবে। সবচেয়ে বড় কথা আপনাদের মনে রাখতে হবে এ পেশার সেবার মান সারা বিশ্বে উঁচু করে ধরতে হলে এর নিয়ন্ত্রণের দ্বায় দায়িত্ব আপনাদের নিতে হবে।
Posted on: Sat, 06 Dec 2014 13:36:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015