ইসলামিক ইন্টারন্যাশনাল - TopicsExpress



          

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের বাচ্চাগুলারে দেখলে মনে হয় কি করলাম জীবনে ! এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা যেভাবে কোরআন তেলাওয়াত, হাদিস বয়ান আর আরবি উচ্চারণ করে দেখে মুগ্ধ হয়ে যাই আর মনে কষ্টও লাগে কি করলাম জীবনে কিছুই না! যে বয়সে এই বাচ্চাগুলা ইসলামী আদলে নিজেদের গড়ে নিচ্ছে সেই বয়সে আমরা আগডুম বাগডুম ঘোড়ার ডুম বাজাইসি আর বড় হয়েও ঘোড়ার ডিম পোস করে খাচ্ছি। আমাদের শিক্ষা আর তাদের শিক্ষার মধ্যে আকাশ- পাতাল পার্থক্য । তারা শিখছে আখিরাতের শিক্ষা আর আমরা শিখছি দুনিয়াবী অনর্থক শিক্ষা। আমাদের শিক্ষা নেয়া উচিৎ পীস টিভি থেকে কিন্তু আমার দেখছি স্টার প্লাসে ইন্ডিয়ান আইডল জুনিয়র। জুনিয়র বয়স হতেই বেহায়াপনার শিক্ষা নিয়ে বড় হয়ে নির্লজ্জতার জনক হব, বাহ! আমরা নাকি মুসলিম, লজ্জা করে নিজেদের মুসলিম বলতে, না পারি নামাজ ঠিক মত পড়তে, না পারি কোরআন তেলাওয়াত করতে, কিভাবে নিজেকে মুসলিম বলি ? আফসোস হয় আমার বাবা মাও যদি আমাকে ছোট বেলা হতেই অন্তত ইসলামী আদব কায়দায় গড়ে তুলত! আজকে ওই মাসুম বাচ্চাগুলো যা জানে আমি ২২ বছর বয়সী মুসলিম নামধারী তাঁর কানা কড়িও জানিনা ।
Posted on: Thu, 05 Sep 2013 14:28:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015