ইসলামের নামে ইরাকের শিয়া - TopicsExpress



          

ইসলামের নামে ইরাকের শিয়া ও সুন্নিদের কোন্দলের কারণে অসংখ্য নিরাপরাধ মানুষ জীবন দিচ্ছে, ইরাকের খ্রিস্টান সমপ্রদায়ের মানুষ আজ ইসলামী জঙ্গিদের আক্রমনে দেশান্তরী | ইসলামের মানে ইরাকে মহিলাদের উপর চালানো হচ্ছে বর্বরতা, তখন কি আমদের ধর্মের নামে এই হত্যা কাণ্ড বন্ধ করার প্রতিবাদ করা উচিত না ? মানুষকে ভালবাসুন তার ধর্ম দিয়ে নয় , আইনকে তৈরী করুণ মানবতার দৃষ্টি নিয়ে | ভুলে যান মানুষ কোন জাতের অথবা কোন বর্ণের , ভুলে যান মানুষগুলো কোন দেশের | মানুষ কে শুধুই মানুষ হিসাবে ভালবাসুন |
Posted on: Sat, 26 Jul 2014 13:54:22 +0000

Recently Viewed Topics




© 2015