ইসলাম শান্তির ধর্মঃ কথা - TopicsExpress



          

ইসলাম শান্তির ধর্মঃ কথা সত্য তবে মতলব খারাপ! “ইসলাম শান্তির ধর্ম” এর চেয়ে “ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম” কথাটি বেশী যথার্থ আর শান্তি প্রতিষ্ঠার জন্যই মাঝে মাঝে অশান্ত-ও হওয়া লাগে। যেমন, হত্যা করা একটি বিশৃঙ্খলা।কিন্তু খুনিকে যখন দন্ডস্বরূপ হত্যা করা হয় সেটা হয় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। একইভাবে কারো হাত-পা কেটে ফেলা যদিও অন্যায় কিন্তু ডাক্তার যখন চিকিৎসার স্বার্থে রোগীর আরোগ্যের জন্য এই কাজটা করে তখন সেটা হয় প্রশংসনীয়।এর বিনিময়ে ডাক্তার কিছু টাকাও পায়। “ইসলাম শান্তির ধর্ম” কথাটা ছড়ানো হয়েছে মুসলমানদের গো-বেচেরা বানিয়ে ঘরে বসিয়ে রাখার জন্য।ভাবখানা এমন যেন তোমার উপর, তোমার দ্বীনের উপর, তোমার মুসলমান ভাইদের উপর যতই আঘাত আসুক না কেন তুমি যদি ভাল মুসলমান হও তবে তোমাকে ঘরে বসে থাকতে হবে এক্কেবারে শান্তশিষ্ট উপায়ে।ব্যাস, এবার জালেমরা দেশে দেশে মুসলমান হত্যা করবে, পর্দানশীল নারীদের ধর্ষণ করবে, বাচ্চাদেরকে হত্যা করবে আর তোমরা মুসলমানরা ঘরে বসে তামাশা দেখবা, বইয়া বইয়া আঙুল চুষবা আর শান্তি প্রতিষ্ঠা করবা।ইসলাম আদৌ এই শিক্ষা দেয় না। আপনার পাশের ঘরের মানুষগুলোকে কেউ অন্যায়ভাবে হত্যা করতে থাকবে আর আপনি নিজের ঘরে বসে থাকবেন-এটা ইসলামের শিক্ষা নয়, বরং এটা অন্যায়।প্রকৃত মুসলমান সুযোগ থাকা সত্ত্বেও প্রতিরোধ না করে ঘরে বসে থাকতে পারে না। একইভাবে আপনার ঘরে যদি ডাকাত আসে আর তাকে প্রতিহত করতে গিয়ে আপনি যদি মারা যান তবে আপনি শহীদ বলে গণ্য হবেন। সুতরাং, প্রয়োজনে অশান্ত হওয়াটাও ইসলামের একটা শিক্ষা!
Posted on: Thu, 29 Aug 2013 06:11:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015