ইহুদি দের টপকে হিন্দুরা - TopicsExpress



          

ইহুদি দের টপকে হিন্দুরা এখন আমেরিকায় শিক্ষায়, মেধায়, আর্থিক ও সামাজিক সহ সকল সূচকে উচ্চতর অবস্থানে (এক নম্বর) আছে । পূর্বে ইহুদিদের দখলে ছিল এই স্থান, খ্রিস্টানদের অবস্থান এর পেছনে। সবার নীচে আছে মুসলমানরা। আমেরিকান সরকারের জরিপ অনুযায়ী এ তথ্য জানা গেছে। কিছু তথ্য: * ৩৬ % নাসা বিজ্ঞানী হিন্দু * ৩৮ % আমেরিকার ডাক্তার হিন্দু * ৩৪ %মাইক্রোসফ্টের কর্মকর্তা হিন্দু * ২৮ % আইবিএম কর্মকর্তা হিন্দু * ১৭ % ইন্টেল কর্মকর্তা হিন্দু * ৪৮% আমেরিকান হিন্দুরই স্নাতকোত্তর ডিগ্রি আছে, বিবাহ বিচ্ছেদের হারও এদের মধ্যে কম। * ৪৮% আমেরিকান হিন্দুর পারিবারিক আয় ১০০,০০০ মার্কিন ডলার বা তার বেশি। ৭০% অন্তত ৭৫,০০০ মার্কিন ডলার আয় করে। এটি যুক্তরাষ্ট্রের ধর্মসম্প্রদায়গুলির মধ্যে সর্বোচ্চ । ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ স্টেট- এর রিপোর্ট অনুযায়ী সেদেশের মোট হিন্দুর সংখ্যা ২.৪ মিলিয়ন; যা মার্কিন জনসংখ্যার প্রায় ০.৭%। হিন্দুধর্মের বিভিন্ন ধারণা― যেমন কর্মবাদ, পুনর্জন্মবাদ ও যোগসাধনা― এখন মূলধারার মার্কিন জনসাধারণের কাছে সুপরিচিত। ২৪% আমেরিকান সনাতনধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ পুনর্জন্মবাদে বিশ্বাসী.. সবকয়টি তথ্যের লিঙ্ক প্রথম কমেন্টঃ
Posted on: Sat, 13 Jul 2013 17:28:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015