উত্তরাবাসীদের যানজট - TopicsExpress



          

উত্তরাবাসীদের যানজট থেকে কিছুটা হলেও মুক্তি দিতে আজ থেকে আমরা এয়ারপোর্ট গোল চত্বরের দুপাশে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছি।যেসব পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে পার হোন তাঁদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহারে অভ্যস্ত করতে এ ব্যবস্থা।আমি নিজে আজ সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেছি।পুরো সময়টুকু সম্ভব না হলেও অন্ততঃ "রাশ আওয়ার"(Rush Hour) সময়টুকুতে উত্তরার পুলিশ তাদের যথাসাধ্য চেষ্টা করবে পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে অনুপ্রাণিত করতে।দুঃখজনক হলেও সত্য, কাজটি খুব কঠিন এবং পথচারীরা প্রায় কেউই এটি মানতে চান না।তবে আমরা ঠিক করেছি আগামী বেশ কিছুদিন আমরা এই ডিউটি অব্যহত রাখব যাতে পথচারীরা এতে অভ্যস্ত হয়ে পড়েন। সিগনালের সময় রাস্তা পার হতে গিয়ে প্রতিনিয়তঃ এখানে দুর্ঘটনা ঘটে-এটি জানা সত্বেও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তা হেঁটে পার হন।আসলে নিজে থেকে আইন না মানলে জোর করে পুলিশি প্রচেষ্টায় আইন মানানো অসম্ভব।আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধঃ দয়া করে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন।যখনই শর্টকাটে রাস্তা পার হবার চিন্তা মাথায় আসবে-নিজের পরিবারের কথা ভাবুন।চিন্তা করুন, আপনার কিছু হলে আপনার পরিবারের কি অবস্থা হবে।সামান্য তাড়াহুড়া এবং ফুটওভার ব্রিজ ব্যবহারের পরিশ্রমের চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি। আইন মেনে চলুন, নিরাপদ থাকুন।সবাইকে ধন্যবাদ।
Posted on: Wed, 11 Sep 2013 07:58:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015