উপাখ্যান ১: ধৈর্যের এক - TopicsExpress



          

উপাখ্যান ১: ধৈর্যের এক বিরল উপমা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী । চব্বিশ বছর ধরে, প্রতি চার বছর অন্তর অন্তর তাঁরা আশায় বুক বাঁধে তাদের দল কাপ জয় করবে। কিন্তু হতাশাজনক ভাবে সেমিফাইনালের টিকিটাও জুটে না। সব হতাশার অবসান ঘটিয়ে চব্বিশ বছর পর এইবার তাঁরা সেমিফাইনালের মুখ দেখেছে। আশা রাখি ফাইনালে পৌঁছুতে আরো আটচল্লিশ বছর লাগবেনা। সম্মান জানায় আপনাদের অসীম ধৈর্য শক্তিকে , জয়তঃ ভব! Episode 1: Argentine supporters are the rare example of endurance. Since 24 years, every four years they cherish hope that this year their team will win the cup, but frustratingly they never got the ticket for semifinal even. Eliminating all frustration of long 24 years, this year they have secured their presence in the semifinal. Hope it will not take another 48 years to reach final… We respect your enormous patience, Be the winner ! উপাখ্যান ২: সবারই কখনো না কখনো খারাপ দিন থাকে। যেমনটা ব্রাজিলের রক্তঝরা বিশ্বকাপ ফাইনাল ছিল ১৯৯৮ বিশ্বকাপে । ৩-০ গোলে হেরেছিল ফ্রান্সের কাছে। বলের টিকিটাও দেখেনি সেদিন ব্রাজিল। বেশিদিন অপেক্ষা করতে হয়নি ফুটবলের মানস পুত্রদের। ভক্তদের আনন্দে ভাসিয়ে কাপ জয় করে এনেছিল ২০০২ সালে, ঠিক চারবছর পর। গতকাল ১৯৯৮ এর মত এমনি একটি খারাপ দিন ছিল। ব্রাজিলের ফুটবল এই এক ম্যাচেই শেষ নয় । ক্ষণ গুনছি ২০১৮ রাশিয়া বিশ্ব কাপের জন্যে ...। Episode 2: Everyone has a bad day once in a while. In 1998 world cup final Brazil was defeated mercilessly in 3-0 difference with France. They couldnt even keep the possession of the ball at all. But the golden boys of the football didnt have to wait for long. Just in difference of four years Brazil delighted their fans by winning world cup in 2002. Yesterday it was a bad day like 1998. But Brazil foot ball is not a one match stand. Count down for Russia 2018 begins…
Posted on: Wed, 09 Jul 2014 11:14:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015