এই ওয়েবসাইট এ এটা আমার - TopicsExpress



          

এই ওয়েবসাইট এ এটা আমার প্রথম review, এবং আমার প্রথম বাংলা review। কোন ভুলত্রুটি থাকলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। নভেম্বর মাসে সবাই Call of Duty - Advanced Warfare, Assassins Creed - Unity, Far Cry 4 এবং Dragon Age - Inquisition এর মতো games নিয়ে খুব ব্যাস্ত। কিন্তু গেম গুলার সাইজ দেখলে চক্ষু ছানাবড়া! একেকটা গেম নামাতে ২ থেকে ৪ দিন সময় লাগে। Download শেষের অপেক্ষা করতে-করতে আর থাকতে না পেরে ছোট একটা গেম (মাত্র ৭৫০MB) ডাউনলোড দিয়ে ফেললাম। গেমটির নাম This War of Mine। এটি মূলত Survival/Strategy ঘরানার একটি গেম। গেমটি খেলা শুরু করার পর থেকে আমি যারপরনাই বিস্মিত হয়েছি। Zero scripted story, 2-D graphics engineওয়ালা একটি গেম যে আমি ২০-২৫ ঘণ্টা খেলে ফেললাম, তা এখনও নিজের বিশ্বাস হচ্ছে না। আমি State of Decayএর মতো Zombie Survival গেম খেলেছি, এবং এই গেমটির সাথে This Was of Mine (TWOM)এর যথেষ্ট মিল আছে। কিন্তু এই গেমটির সবচেয়ে ভয়ংকর ব্যাপার আমার মনে হয় এই যে আমি যখন উপলব্ধি করলাম যে State of Decayএর কারবার ভূতপ্রেত Zombies নিয়ে, কিন্তু TWOM এর back-storyটা খুবই বাস্তবসম্মত। বেশিরভাগ First Person Shooter গেমগুলোতে আমরা যুদ্ধর ছবি দেখি, কিন্তু আমরা কি কেউ চিন্তা করি, যে যুদ্ধের ময়দানে সবাই ত সৈন্য নয়, অনেক সাধারণ মানুষ ও তো থাকে। This War of Mine গেমটি মূলত তাদের গল্প নিয়েই। এবং এই গেমটির বাস্তবতার সাথে এই অদ্ভুত মিল দেখিয়ে আমাকে এই গেমটি শিউরে দিয়েছে। আমরা কেউ চিন্তা করে দেখি না, যেই sniper rifle দিয়ে মানুষ মারা এত মজা, তারা নিরস্ত্র হলে আমরা কি তাদের ওপর গুলি চালাতে পারতাম? In war, not everyone is a soldier-গেমটির শিরোনাম আমাকে রীতিমত ভাবিয়ে তুলেছে। একটু খোঁজখবর করে জানতে পারলাম যে এই গেমটি একজন বসনিয়া যুদ্ধের survivorএর সাক্ষাৎকার এর ওপর base করা, যেটি আমার মতে গেমটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এবার গেমপ্লের কথায় আসি। এই গেমএ আপনার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ , কারন সারাদিন আপনাকে sniperদের কাছ থেকে লুকিয়ে থাকতে হবে, তাই রাত ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না। তাই বলে সারাদিন আপনি ঘুমিয়ে কাটাতে পারবেন না - আগামি দিনের জন্য রান্নাবান্না ও সব ব্যাবহারিক মজুত করে না রাখলে পরের দিন আপনার না খেয়ে থাকতে হবে। মাঝে-মাঝে বাইরে বের হলে আপনার অন্যান্য survivorদের সাথে দেখা হয়ে যেতে পারে, এবং তখন আপনি দেখবেন যুদ্ধ কিভাবে রাস্তার ফকির ও রুপালি জগতের তারকাকে এক থালায়ে ভাত খেতে বাধ্য করে। এইসব মানুষের সাথে দেখা হলে আপনাকে মাঝেমধ্যে কঠিন প্রশ্নর মুখোমুখি হতে হবে - যেমন আপনি একটি বাড়ির চাবির ফুটা দিয়ে দেখলেন একজন সৈনিক একজন নিরপরাধএর ওপর নির্যাতন চালাচ্ছে - তখন আপনি কি করবেন - সেই সৈনিককে মেরে তার বাবার নাম ভুলিয়ে দিবেন, নাকি এই বাড়তি সময় কাজে লাগিয়ে ওই বাড়ির সবকিছু লুটপাট করবেন? আপনি যে পথই বেছে নিন, আপনার সব companionদের মন ভরাতে পারবেন না। সব গেমএর মতো এই গেমটিও সবার জন্য নয়। কিন্তু আমি যেহেতু গেমটি খেলে খুব মজা পেয়েছি, তাই আমার গেমার ভাইদের সাথে এটি না শেয়ার করে থাকতে পারলাম না। আপনার যদি State of Decay ভাল লেগে থাকে, তবে অবশ্যই এটি ডাউনলোড করে দেখবেন। Reviewটি আমি এতটা বড় করতে চাইনি, কিন্তু কথায়ে-কথায়ে বড় হয়ে গেল। পুরো review টা আপনার সময় দিয়ে পড়ার জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।
Posted on: Sun, 16 Nov 2014 07:20:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015