এই মেসেজটা ৭জনকে /১১জনকে - TopicsExpress



          

এই মেসেজটা ৭জনকে /১১জনকে /১০জনকে পাঠান, ১১দিনের মধ্যে সুসংবাদ পাবেন,না পাঠালে ১৫বছর কপালে দুঃখ....................। এই টাইপ মেসেজ আগে মোবাইলে আসত,ফেসবুকে আসত, what app ও এখন এর কবলে! এইগুলি নেহায়েত জালিয়াতি,,,শুধুই মানুষ কে যন্ত্রনা দেওয়ার জন্য তৈরি। কিছু ফালতু বেয়াদব মানুষ এসব তৈরি করে,, সাধারনত কালিমা লিখে, অথবা কোন ইসলামিক কথা লিখে। কারন তারা খুব ভাল করেই জানে যে,মানুযের ধর্মের প্রতি weakness আছে। এইটা নিয়ে লিখলেই মানুষ অন্যকে send করতে বাধ্য হবে। আর কিছু মানুষ এখনো এই জালিয়াতি ফাদে পা দিয়ে বোকা বনে যায়।চোখ বুঝে ১০/১২জনকে মেসেজ পাঠিয়ে বিরক্ত করে যাচ্ছে,নিজের টাইম লস,টাকা লস!!!!!!! ফাজলামির একটা লিমিট আছে!!!!!!. অমুক তমুক মেসেজ পাঠালে সুসংবাদ আসবে..... সুসংবাদ তো গাছে ধরে;তাই তাদের মেসেজের কল্যানে গাছ থেকে ঝরবে?????? সুসংবাদ হোক আর যাই হোক সব কিছু দেবার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু তায়াল।এর জন্য মেসেজ পাঠাতে হয়না কাউকে। যে সময় ব্যায় করে মেসেজ সেন্ড করে,ওই টুকু সময় ধরে মুখে অনেকবার জিকির করা যায়। মানুষ জানেনা,,, তারা যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার জন্য জান্নাতে একটি গাছ তৈরি করে দেন আল্লাহ তায়ালা।
Posted on: Fri, 07 Nov 2014 03:40:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015