এই শীতকাল আবারও ঘুমহীন - TopicsExpress



          

এই শীতকাল আবারও ঘুমহীন রাত এনেছে অসংখ্য মানুষের জন্য। তাই এবারেও আমরা চেষ্টা করছি বোলপুর এবং শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় শীতের পোষাক বিলি করতে। যদিও বেশ দেরী করে ফেলেছি। কিন্তু তবুও খুব দেরী হয় নি বলেই মনে হয়। প্লিজ এগিয়ে আসুন/এস/আয়। পারলে শেয়ার করুন। . চাদর . ছাদ নেই যাদের। অথবা ছাদ থেকেও রাত আটকাতে যারা অক্ষম। তাদের পাশে দাঁড়ানোর সময় হল ডিসেম্বর। এই ডিসেম্বরে আমরা এগিয়ে দিই চাদর ওদের দিকে। সবাই কে এগিয়ে আসার জন্য অনুরোধ করি। . ১। পুরনো কম্বল/চাদর দিয়ে সাহায্য করুন ২। নিম্নোক্ত অ্যাকাউন্টে যা পারবেন সাহায্য করুন ৩। বিতরণের জন্য ভলান্টিয়ার্স হিসেবে এগিয়ে আসুন .. যোগাযোগ- 8016857603/9614217118 . ব্যাঙ্ক বিববরণীঃ . Anirban Chatterjee . Bank: STATE BANK OF INDIA Acc- 30508132733 Branch: SANTINIKETAN IFSC Code: SBIN0002121 (used for RTGS, IMPS and NEFT transactions) Branch Code: 002121. MICR Code: 731002003
Posted on: Sun, 07 Dec 2014 03:27:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015