এক অধ্যাপিকা নিজের - TopicsExpress



          

এক অধ্যাপিকা নিজের ছাত্র/ছাত্রীদের ‘self-esteem‘ অর্থাৎ আত্মসন্মান বা আত্মমর্য্যাদা সম্বন্ধে ভালভাবে বোঝালেন আর তারপর সবাইকে বললেন, “যদি কারুর এই জিনিষটা নিজের মধ্যে না থাকে সে দাঁড়িয়ে পড় । কেঁউ দাঁড়ায়ই বা কি করে ? এটা তো সম্ভবও নয় । অন্তত কারুর ওটা না থাকলেও সবাইকে বলবেই বা কি করে যে ওটা তার নেই । কিন্তু অবাক কাণ্ড ! একটা ছেলে হঠাৎ দাঁড়িয়ে পড়ল । অধ্যাপিকা জিজ্ঞাসা করলেন, “তুমি দাঁড়ালে কেন ?” ছেলেটা বলল, “আমি এটা কখনোই চাইনা যেঁ আপনি দাঁড়িয়ে পড়ুন, তাই ।“
Posted on: Tue, 13 Jan 2015 07:17:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015