এক ছেলের সাথে বেশিদিন - TopicsExpress



          

এক ছেলের সাথে বেশিদিন রিলেশন করতে আমার ভালো লাগে না।। শোন, লাইফটাকে এনজয় করতে শেখ। বিয়ে তো করবো একজনকেই। বাট প্রেম করবো বিয়ের আগ পর্যন্ত । কথাগুলো বলছিলো আমার ভার্সিটি লাইফের এক বান্ধবী, আরিশা।। UIU তেই পরিচয় তার সাথে,দুটো সেমিস্টার একসাথে ক্লাস করেছিলাম। অনেকটা কাছের বন্ধু হয়েছিলাম। প্রায়ই চমকে উঠতে হয়েছিলো, তার ছলনায় মানুষের ফাদেঁ পড়তে দেখে। আমি তাকে বুঝাতে গেলেই এসব কথা বলতো। কত ছেলেকে সে নাকানী চুবানী দিয়েছে সেগুলো বলতো, আর তার জন্য Proud ফিল করতো। তুই জানিস একবার এক ছেলে প্রপোজ করছে আমাকে। ছেলের বাপ গ্রামে থাকে। মা নেই, ছেলের সাহস দেখছোস ? বাশঁ দিয়া দিছি ওরে । ক্যামনে ? ওই ছেলেকে বলছি আগামী সাতদিনের মধ্যে আমাকে ইমপ্রেস করতে হবে। আমি যা চাইবো তাই দিতে হবে। তুই কি চাইসোস ? কিছু না বলে হাসে। বলোস না ? এই সাতদিনে ওর সাথে ঘুরছি, শপিং করছি, K.F.C তে খাইছি, বিভিন্ন আবদারে টাকা নিছি। ওই পোলা এতো টাকা কই পাইলো ? জানি নাহ ! তবে ওকে আর ভার্সিটিতে দেখি নাই। মানে ? ? ওই ছেলেরে আর দেখোস নাই মানে ? দেখি নাই মানে দেখি নাই। শোন তোরে একটা কথা বলি,এতো সিমপ্যাথি থাকা ভালো না , এনজয় কর। আচ্ছা, তোর সাথে এমনটা করলে তোর খারাপ লাগতো না ? এইসব চাইল্ডিস Ques আমাকে করবি না। স্মার্ট হ, তোর মতো ফ্রেন্ড আর আমার একটাও নাই। আমাকে দেখে কিছু শেখ । আচ্ছা শিখবো। (র্দীঘনিঃশ্বাসের ইমো) ওই ছেলেটার নাম কি ? কোন ছেলে ! ও আচ্ছা আবির। ওর নাম্বারটা আছে ? নাহ্। ইউজ করা জিনিস আমার কাছে থাকে না। ওর এফ বি আইডিটা মনে আছে ? ব্লক করে দিছি। নামটা. . . আমি সার্চ দিলাম। ম্যাসেজে কথা বলে নাম্বারটা নিলাম। ছেলেটা ডুকরে কেদেঁ দিলো। ভাইয়া ওই মেয়েটা আমার লাইফটা শেষ করে দিছে।ওই সাতদিনে আমার প্রায় পনের হাজার টাকা খরচ হইছে। আমি ওরে প্রতিদিন কে এফ সিতে নিছি। ও যা চাইছে সব কিনা দিছি, ওকে ইমপ্রেস করতে নিজেকে বদলাইতেও চাইছি। ব্রান্ডেড জামা কাপড় পড়ছি। ওইটা আমার সেমিস্টার ফি ছিলো। আব্বারে বলছি টাকা টা চুরি হয়ে গেছে।এখন আমি এলাকার একটা কলেজে অনার্সে পড়তেছি। হুহ্ ! আরিশার মতো মেয়ের অভাব নেই। আরিশার মতো ছেলের ও অভাব নেই। তাদেরকে একটাই রিকুয়েস্ট, আপনাদের জন্য কোন ছেলে বা মেয়ের জীবন নষ্ট না হয়ে যায়।। Writer: Nil Akasher Doorbin
Posted on: Thu, 14 Nov 2013 12:07:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015