এক জাহাজে এক আমেরিকান, এক - TopicsExpress



          

এক জাহাজে এক আমেরিকান, এক জাপনি আর এক বাংলাদেশী ভদ্র লোক ভ্রমন করছিলেন..... হঠাৎ আমেরিকান ভদ্রলোক তাদের প্রাচুর্য দেখানোর জন্য কিছু ডলার পানিতে ফেলে দেন আর বলেন >> এগুলো আমাদের অনেক আছে। কিছু ফেলে দিলে এমন কিছু হয় না। তাই দেখে জাপানি তার মোবাইল আর ক্যমেরা পানিতে ফেলে দেয় আর বলে >> আমদের এগুলো অনেক আছে। বাংলাদেশী তাই দেখে ...... পাশ দিয়ে যাওয়া এক বাচ্চা ছেলেকে পানিতে ফেলে দিল আর বলল >> এগুলো আমাদের দেশে অনেক আছে। জাহাজ ঘাটে ভিড়তেই সেই বাচ্চা ছেলেটি সাতরে উঠে এল আর বলল >> বাজান ডলার গুলা পাইসি কিন্তু ক্যমেরা মোবাইল ডুইব্বা গেছে পাই নাই। :v :v :v Time Pass Joke :D
Posted on: Fri, 01 Aug 2014 19:37:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015