এক মেয়ে আর এক - TopicsExpress



          

এক মেয়ে আর এক ছেলে......... একটি লুতুপুতু চ্যাট!!! :ভাইয়া একটা পার্সোনাল প্রশ্ন করি? : জি বোন, করেন । : আপনার কোন gf আছে? . : না বোন, নেই!!! : কেন নেই? : আমার gf পালার সময় নেই, তবে gf আমার খুব পছন্দ । : মানে কি ভাইয়া,বুঝলাম না। ↓ ↓ : মানে হচ্ছে, আমি gold-fish (gf) খুব পছন্দ করি কিন্তু সময়ের অভাব আর বেস্ত থাকি বলে পালতে পারি না । : আজব...!!! আপনাকে কি আমি মাছের কথা জিজ্ঞেস করছি, আমি gf দিয়ে মানুষ বুঝাইছি । : ও, সরি বোন! আসলে আমারই বুঝতে ভুল হয়েছে । :এবার বলেন তাহলে । :বলতেই হবে ? :হুম.. : না বোন, নেই । : gf নেই বলে কি কেউ এত মন খারাপ করে নাকি ভাইয়া ? এখন নেই তো কি হয়েছে, ভবিষ্যতে তো হতেও পারে । : না বোন, তা আর সম্ভব না। : কেন ? ↓ ↓ ↓ : কারণ আমার grand-father (gf) কয়েক বছর আগেই মারা গেছেন, উনার কথা মনে হলেই ভীষণ মন খারাপ হয় । . . ---মেয়ে অজ্ঞান কেউ আমারে ধর---
Posted on: Wed, 05 Nov 2014 15:42:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015