এক মেয়েকে দেখলাম - TopicsExpress



          

এক মেয়েকে দেখলাম সেইরকম মাঞ্জা মেরে ছবি আপলোড দিয়েছে। ঠোঁটে লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল দেয়া ব্লা ব্লা ব্লা। মুখ সেইরকম হাসিখুশি। ছবির নিচে ক্যাপশনে লেখা, " ফ্রেন্ডস আই এম সো সিক। প্লিজ প্রে ফর মি" অসুস্থতা নিয়ে সাজুগুজুর ছবি আপলোড দেয়ার সম্পর্ক নিয়ে বেশ কিছুক্ষন ভাবলাম। কিন্তু কিছুই মাথায় ঢুকলো না বরং মাথার তিন কিঃমিঃ উপ্রে দিয়ে গেলো ব্যাপারটা। সম্পর্ক খুঁজতে কমেন্ট পড়তে শুরু করেছি। কমেন্ট পড়ে মেডিকেলের স্টুডেন্টদের জন্য এক বালতি আফসোস জমা হল। আহারে বেচারারা পাঁচ বছর অমানুষিক পরিশ্রম করে এমবিবিএস পাশ করে। আর এখানে এমবিবিএস ডিগ্রী ছাড়াই বিনামূল্যে রোগীর চিকিতসা চলছে। তাও আবার রোগীর রোগ নির্নয় ছাড়া। একজন কমেন্ট করেছে, বেশি বেশি করে শশা এবং আমড়া খাও স্কীন ভালো থাকবে। এই কমেন্ট পড়ে মনে হল মেয়েটার বুঝি ত্বকে সমস্যা। এর পরেই একজন লিখলো, বেশি রাত জেগো না তাহলে শরীর খারাপ করবে। কমেন্ট পড়ে মনে হল মেয়ের মনে হয় ঘুমের সমস্যা হচ্ছে। নাহ মেয়ের ঘুমের সমস্যা নয় মেয়ের সমস্যা অন্যকিছু। কারন আরেকজন লিখেছে তুমি বড্ড শুকিয়ে গেছো। প্রতিদিন দুইটা সিদ্ধ ডিম খাবা। আর রাতে ঘুমানোর আগে একগ্লাস দুধ খাবা। এত ডায়েট করে পরে তো মারা যাবা। এর ফাঁকে মেয়ের একটা কমেন্ট নজরে আসলো। সে রোগ নিয়ে কোন কথা না বলেই লিখেছে, থ্যাংকস ফ্রেন্ডস। ইয়ু গায়েজ আর মাই ট্রু ফ্রেন্ডস। # নিচের দিকে এক দুষ্টু ছেলে এসে লিখলো, নাপা এক্সট্রা তিনবেলা। এই কমেন্টটা বেশ পছন্দ হল তাই কমেন্টে লাইক দিয়ে তাড়াতাড়ি করে উইন্ডো ক্লোজ করে দিলাম। বলা যায়না বেশিক্ষন ওখানে থাকলে পরে আমাকেও কোন গায়েবী রোগে ধরতে পারে। AR
Posted on: Mon, 08 Jul 2013 15:29:55 +0000

Recently Viewed Topics




© 2015