একজন লোক নতুন ইংরেজি - TopicsExpress



          

একজন লোক নতুন ইংরেজি শিখেছে। তাই সে কথার ফাঁকে সবসময় ইংরেজি বলত। একদিন সে ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলল-“স্যার, গিভ মি আ চেকু”। ব্যাংকের ম্যানেজার লোকটির ভুল উচ্চারণ দেখে বলল-ওটা চেকু নয়, ওটা চেক”। লোকটি উচ্চারণে ভুল হয়েছে জেনে অত্যন- লজ্জা পেয়ে বলল-“ইট ইজ মাই স্লিপ অব টাঙ্গু ”। তখনই ম্যানেজারটি তাকে শুধরে বলল-“ওটা টাঙ্গু নয, ওটা টাঙ্গ।” এবার লোকটি রেগে উত্তর দিল-“ডোন্ট আরগ উইথ মি ।”
Posted on: Mon, 26 Aug 2013 09:16:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015