একজন সত্যিকারের যিনি - TopicsExpress



          

একজন সত্যিকারের যিনি মুসলিমাহ, তিনি অবশ্যই বোরকা পরবেন এবং এজন্য তিনি বন্দী নন। তিনিই সত্যিকার অর্থে স্বাধীন, কারণ তিনি সেই কাপড়টা পরেন না যেটা তাকে yellow পরতে বলে, তিনি সেই কাপড়টাও খোলেন না যেটা তাকে নকশা খুলতে বলে। তিনি নিজের প্রবৃত্তির পূজারী নন, তিনি এমনও নন যিনি কালচার নামক abstract এবং relative কিছু সেট অফ কনসেপ্টকে বিনা বাক্য ব্যায়ে গ্রহণ করেন। একজন মুসলিমাহ হচ্ছেন চিন্তাশীল নারী, যিনি জানেন তিনি কোথা থেকে এসেছেন এবং কার কাছে ফিরে যাবেন। তিনি সচেতন কারণ তিনি জানেন দাসত্ব করতে হয় এক আল্লাহর, ফ্যাশন হাউজের, যুবকের ক্ষুধার্ত চোখ কিংবা জাফরের নয়। তিনিই মুক্ত কারণ তার লাইফের রোল মডেল শরীরসর্বস্ব কোন মডেল বা সিনেমার নায়িকার নয় যে অর্থের বিনিময়ে তার ধোকাঁবাজিময় বিজ্ঞাপন করে সৌন্দর্য নিয়ে ব্যবসা করে। একজন মুসলিমাহ তার পোষাকটা কেমন হওয়া উচিত সেটা জেনে নেন সর্বজ্ঞানী থেকে , কোন স্বার্থপর মুনাফাভোগী ডিজাইনারের কাছ থেকে নয়। তার মূল্য তার তাকওয়ায়, সমাজের তথাকথিত স্মার্টনেসের ডেফিনিশনে নয়। বন্দী হল তারা যারা স্রোতের টানে গা ভাসিয়ে ভেসে চলে, বন্দী হল তারা freedom এর মিথ্যা ধারণায় ভ্রান্তির মধ্যে পড়ে আছে। বন্দী এই মানুষগুলোকে মুক্ত করবার দায়িত্ব কিন্তু আমার আর আপনার, আল্লাহর ইচ্ছায়। (cOlLeCtEd fRoM a NoTe)
Posted on: Fri, 02 Aug 2013 09:07:14 +0000

Trending Topics



ut with my

Recently Viewed Topics




© 2015