একটি আদর্শিক পরাশক্তির - TopicsExpress



          

একটি আদর্শিক পরাশক্তির পতন কখনো রাতা রাতি হয় না। একটি পরাশক্তির পতন হয় ধীরে ধীরে। ১০ থেকে ১৫ বছর সময় লাগে। আজকে মার্কিনিদের যে সংকট চলছে সেটা তাদের পতনেরই ঘন্টা। যারা মনে করেন আমেরিকা একটি বিশাল রাষ্ট্র!! শক্তিশালী!! তিন দিনের মধ্যে পুরো বিশ্ব জালিয়ে দিতে পারে!! খিলাফত আসলে একদিনেই শেষ করে দিবে আমেরিকা। তাদেরকে বলব বিশ্বের ২৮ টি রাষ্ট্র আফগানস্তানে নেমেছে প্রায় ৭ লাখ সৈন্য নিয়ে যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মাত্র ৩৫ হাজার সৈন্য যাদের নেই কোন অত্যাধুনিক অস্ত্র, নেই কোন প্রশিক্ষন। এমনকি এরা পেশাদার যোদ্ধাও না। এর পরেও কেন পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে সুসজ্জিত একটি বাহীনি তাদের কাছে মার খাচ্ছে?? আফগানস্থানের অধিকাংশ অঞ্চল তালেবানদের হাতে। কেন এই অঞ্চলের নিয়ন্ত্রন নিতে ব্যর্থ হল এই বিশাল শক্তিধর দেশ?? এত সুসজ্জিত বাহিনী, এত অস্ত্র থাকার পরেও কেন সিরিয়া আক্রমন থেকে সরে এসেছে?? খিলাফতকে তারা ভয় পায় বলেই খিলাফতের জন্য উর্বর ভুমি গুলোকে বিভিন্ন ভাবে তাদের তৈরী দালালদের মাধ্যমে তাদের নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করে যেন খিলাফতের উত্থান না ঘটে। এই সুপার পাওয়াররা খিলাফত আসার আগেই ভয়ে পালাচ্ছে। খিলাফত আসলে তো আক্রমন করা দুরের কথা। উলটো শুভেচ্ছা বানী পাঠাবে তেল দেয়ার জন্য।
Posted on: Sat, 05 Oct 2013 16:53:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015