একটি ইংরেজী - TopicsExpress



          

একটি ইংরেজী শব্দের অক্ষরগুলো উল্টো করে লিখে নতুন শব্দ গঠন- 1.BAD= মন্দ/খারাপ। DAB= আলতোভাবে ছোঁয়া। 2.BARD= চারণ কবি। DRAB= বৈচিত্র্যহীন। 3.BAG= থলে । GAB= বকবকানি । 4.BUN= রুটি বিশেষ। NUB= ছোট দলা/ ঢেলা। 5.BUT= কিন্তূ। TUB= কাপড় ধোঁয়া/ গাছ লাগানোর কাজে ব্যবহিত কাঠ বা দস্তার তৈরি পাত্র। 6.BEEF= গরুর মাংস। FEED= খাওয়ানো । 7.LOOT= লুণ্ঠন করা। TOOL= যন্ত্রপাতি। 8.MUG= চা/ পানি খাওয়ার পাত্র। GUM= দাঁতের মাড়ি । 9. MOOD= মেজাজ/ মানসিক অবস্থা। DOOM= দণ্ডাজ্ঞা দেওয়া/ সর্বনাশ/ মৃত্যু । 10.NET= জাল। TEN= দশ। 11.PIN= আলপিন/কাঁটা। NIP= চিমটি কাটা । 12. ROOM= কক্ষ। MOOR= নোঙ্গর করা । 13. TRAP= ফাঁদ । PART= অংশ। 14.TEEM= প্রবল বর্ষণ হওয়া । MEET= সাক্ষাৎ করা। 15.TUG= সবলে কিছু টানা । GUT= অস্ত্র/ পেটের নাড়িভুঁড়ি। উপরে উল্লেখিত অনেক শব্দই আপনাদের নিকট পরিচিত তারপরও দিলাম। আশা করি কেউ না কেউ নিশ্চয় উপকৃত হবে।
Posted on: Mon, 09 Sep 2013 03:04:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015