...একটাই লক্ষ্মী বোন আমার। - TopicsExpress



          

...একটাই লক্ষ্মী বোন আমার। ভাগ্নাও একটা। হয়েছেও বেশ নাদুস নুদুস। সুইট, কিউট টাইপের। এই ভদ্র সন্তানের ডাক নাম তাশিন। ওর সবচেয়ে বেশী লক্ষণীয় দুটো ব্যাপার হচ্ছে, মারাত্মক দুষ্ট লক্ষ্মী ছেলে :P এবং, ও প্রশ্ন করতে খুব পছন্দ করে [উত্তর যাই হোক না কেন] আর, প্রশ্ন শুনে আপনি যে বিব্রতকর অবস্থায় পরবেন তাঁর গ্যারান্টি আমি দিচ্ছি একদিন টিভি দেখতে দেখতে হঠাৎ আমাকে বলে বসল; মামা, ঐ লোকটাকে ট্রেন বানিয়ে দাও তো, আমি চড়ে ঘুরে বেড়াব। আমি টিভির দিকে তাকিয়ে দেখি ঐ লোকটা " সুরঞ্জিত সেন " :P বোঝেন অবস্থা। এযুগের বাচ্চারা যেমন স্মার্ট তেমন ভয়ানক, ভাবাই যায় না। গতকাল আপা ফোন বলল; :: তোর ভাগনা তোর মতই হয়েছে, ওর দুষ্টামি সহ্য করার বাইরে চলে যাচ্ছে দিনকে দিন :: আমার মত হলে সহ্য করে নে, কি আর করবি। তাছাড়া, একটাই ভাগনা আমার :: চুপ কর। শোন, ও আমার কাছে একটা প্রশ্ন রেখেছে, আমি উত্তর দিতে পারি নি। তোর ভাগনা তুই উত্তর দে। যতক্ষণ না উত্তর বলছি ওর জ্বালাতন থামছে না। :: সর্বনাশ !! আবার প্রশ্ন :( , তো প্রশ্নটা কি শুনি একটু :: ও মোবাইলে টিভি দেখবে এবং তা ইন্টারনেট ছাড়া :: কি ? বলিস কি ? মারাত্মক জটিল প্রশ্ন। ব্লগ দিয়ে ইন্টারনেট চলতে পারে :P কিন্তুক ইন্টারনেট ছাড়া টিভি কিভাবে চলবে ?? ক্যামনে কি? :: আমি কিছু জানি না। জলদি বল। :: আরে পাগলী এটা তো সম্ভব না। তবে, একটু পর আমি তোকে ফোন দিয়ে জানাচ্ছি, কি করা যায়। সমাধান তো লাগবে। ভাগ্নার আবদার একটু পর ফোন দিলাম; :: শোন, ইন্টারনেট ছাড়াই মোবাইল দিয়ে টিভি দেখা যাবে। এর জন্যে তোকে কিছু ক্রিয়েটিভ কাজ করতে হবে। :: কি, তুই বল আমি করছি, সমস্যা তো নাই। :: কাজটা ঐ দুষ্ট বালককে সাথে নিয়েই করতে হবে। তাঁর আগে তুই শুনে নে। আমি বলছি তুই শুধু শোন; যা করবি, তুই তো ভাইয়ার মোবাইল থেকে ফোন দিয়েছিস। তো, তোর ক্যামেরা মোবাইলটাতে প্রথমে মোবাইলটা ফুল চার্জ দে :: ফুল চার্জ আছে, তারপর বল :: এইবার মোবাইলটা হাতে নে, টিভি অন কর :: ওকে, অন করলাম :: এবার মোবাইলে ক্যামেরা অপশন চালু কর, তোর মোবাইলের ক্যামেরা ভালো, মাশাআল্লাহ :: করলাম :: মোবাইলের লেন্স টিভি বরাবর ধর, তারপর দেখ মোবাইলের ডিসপ্লেতে টিভি দেখা যাচ্ছে :P এই কথা শুনে আপা রেগেমেগে শুধু বলল; চুপকর শয়তান, যেমন মামা তেমন তাঁর ভাগ্না :P হ্যালো, আপা শোন শোন [টুট... টুট... টুট...] .. believe me আপা, It works. definitely WORKS !!
Posted on: Thu, 01 Aug 2013 08:20:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015