~একটি ছোট গল্প~ - টেকো মাথর - TopicsExpress



          

~একটি ছোট গল্প~ - টেকো মাথর একজন ব্যাক্তি পার্কে বসে পেপার পড়ছিলেন । হঠাৎ এক মাছি তার টেকো মাথায় বার বার বসতে লাগল,তিনি পেপারটি রোল করে বার বার নিজের মাথায় মাছি তাড়াতে বাড়ি দিচ্ছিলেন । এতে মাছির চেয়ে তার ই বেশী লাগছিলো । - হঠাৎ তিনি ব্যাপারটা উপলব্ধি করে একটি সিদ্ধান্তে এলেন,'ছোট ছোট শত্রু সাথে লড়াই করলে নিজের ই ক্ষতি হয় সবচেয়ে বেশী ।' - এভাবেই আমরা অপরের ছোট ছোট ভুলকে বড় বড় ভাবে দেখে সম্পর্কে শুন্যতা সৃষ্টি করি,যে শুন্যতায় আর কাউকে নয় নিজেকেই পড়তে হয় । ক্ষমা করা মহৎ মানুষের লক্ষণ । মহৎ হবার সুযোগ পেলে ছাড়বেন কেন ??? - GeNiuS JR~
Posted on: Tue, 27 Aug 2013 02:57:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015