একটা ছেলে প্রতি মাসে - TopicsExpress



          

একটা ছেলে প্রতি মাসে একবার আমার দোকানে চা পান করার জন্যে আসতো। তার মুল উদ্দেশ্য চা পান করা ছিলা না।সে প্রতি মাসের যে কোন একটা দিন আসতো। আমার দোকান ছিল বাস স্টেন্ড এর সামনে। সে কারো জন্যে অপেক্ষা করত।৫-১০ মিনিট পর,পরই উঠে গিয়ে দেখতো নতুন বাস আসলো কি না। বাস আসলে গিয়ে দেখতো,তার কাংখিত মানুষ এসেছে কি না। যদি না আসতো আবার আমার দোকানে এসে বসতো।এভাবেই তার ৮-১০ কাপ চা পান করা হয়ে যেত। আনুমানিক ২-৩ ঘন্টা পরে ছেলেটা উদাও হয়ে যেত। আবার ৩-৪ ঘন্টা পরে আমার দোকানে এসে এক কাপ চা পান করে বিদায় নিত।আবার অন্য মাসের যে কোন একটা দিনে পাওয়া যেত। প্রায় একটানা ২ বছর তাকে প্রতি মাসের যে কোন একটা দিনে এই কাজ টাই করতে দেখি। বুঝতে পারি ছেলেটা কোন একটা মেয়ের অপেক্ষা করে। তার সাথে দেখা করে। একদিন তার কাছে জানতে চাইলাম,আচ্ছা তোমার এই আসা যাওয়ার কারন অনুমান করে বুঝলাম যে,তুমি কোন একটা মেয়ের জন্যে আসো।কিন্তু যখন আসো তখন তোমাকে খুব অস্থির লাগে। আবার যাওয়ার সময় খুবই শান্ত,কারন কি?।আর এত আগেই বা আসো কেন?। আসলে ভাই আমি একটা মেয়েকে খুব ভালবাসি।আমার বাড়ী থেকে এখানে আসতে প্রায় ১ ঘন্টা লাগে।ওর সাথে দেখা করতে হলে,ওকে অনেক কষ্টে রাজি করাতে হয়।যে দিন দেখা করব,তার দুই দিন আগে থেকেই রাতের ঘুম হারাম হয়ে যায়।যে দিন দেখা হবে,আগের রাতে তো ঘুমই আসে না।অস্থিরতায় কাটে সারা রাত।কখন দেখব তাকে এই ভাবনায় সকাল হয়।তাই সকালেই চলে আসি।তাছাড়া রাস্তায় যদি কোন কারনে লেইট হয়ে যায়,সেই ভয়ে কখন যে ৯ টায় সে আসার টাইম দিলে,আমি ৭ টায় চলে আসি সে দিকে খেয়াল থাকে না। আর অস্থিরতার কথা জানতে চাইলেন। প্রতিটা মূহুর্তে মনে হয় এই বুঝি সে বাস থেকে নামলো। হয়তো সে ইচ্ছে করেই কিছুটা সময় আগে আসবে।তাছাড়া সে প্রায় দিন ঘন্টা খানেক দেরি করে আসে। এসে যদি আমাকে না পায়। তাহলে কোথায় খুজবে। একটা মেয়ে একা,একা দাড়িয়ে থাকবে এত মানুষের ভীরে।কত খারাপ মানুষ আছে ওই দুনিয়ায়।কত জনে কত আজে,বাজে মন্তব্য করতে পারে। যদি কোন এক্সিডেন্ট হয়। ভয়ে,ভয়ে কাটে প্রতিটা মুহুর্ত।যখন তাকে নিয়ে ঘুড়তে যাই।ঘন্টা খানেক সময় পাই।তাকে দেখার,তার সাথে কথা বলার। তাকে তার বাড়ীর সামনে বাস থেকে নামিয়ে দিয়ে,ফেরত আসার সময় আপনার দোকানে বসে শান্তিতে বসে এক কাপ চা খাই। তার কাহানি শুনে অবাক হই। একটা মেয়ের প্রতি এত খেয়াল,এত ভাবনা,এত ভালবাসা,আমি আগে আর কাউকে দেখিনি এমন।কিন্তু হঠাৎ একদিন ছেলেটার আসা বন্ধ হয়ে যায়। আজ আবার ৪ বছর পর ছেলেটা কে দেখে বিস্মিত হই।কিন্তু ছেলেটা আমার দোকানে আসে না। আগে আসতো মাসে একবার,এখন টানা একমাস প্রতি দিনই ওকে সকালে আসতে দেখছি।বাস স্টেন্ডে বাসের পাশেই দাড়িয়ে থাকে।বিকালে যায়। একদিন ওকে ডেকে জানতে চাইলাম,কি ভাই? কি খবর? অনেক দিন পরে দেখছি তোমাকে।কিন্তু আমার দোকানে আসেন না কেন? কোন কথা বলছে না।হাত ধরে টেনে নিয়ে দোকানে বসালাম। কি বলবেন কি ঘটনা কি?। একটা বড় করে দির্ঘশ্বাস ফেলে বলল। আজ প্রায় ৪ বছর তার সাথে কোন যোগাযোগ নাই। বিদেশে চলে গিয়েছিলাম।হঠাৎ করেই সে যোগাযোগ বন্ধ করে দেয়। জানায় বিয়ে হয়ে গেছে।কপালে ছিল না তাই মেনে নিয়েছি।কিন্তু তাকে দেখার স্বাদ যে মেটেনি। যদি তাকে আর একবার ওই বাস থেকে নামতে দেখতে পাই,সেই আশায় আসি। জীবনে অনেক পাগলামি দেখেছি,আর একটা নতুন পাগল দেখলাম।তাই ভাবলাম এই পাগলটা হয়তো ইতিহাসের পাতায় জায়গা পাবে না।কিন্তু আমার ডায়রিতে তো তার জায়গা হবে। #Copy _post
Posted on: Wed, 15 Oct 2014 02:28:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015