একটা জিনিস পাইলাম। - TopicsExpress



          

একটা জিনিস পাইলাম। প্রাচীনকালেও মুরাদ টাকলা ছিল। আগের মানুষ চালাক ছিল। মুরাদ টাকলাদের লেখা প্রাচীনকালে ব্যর্থ হয়ে সেগুলোকে পোড়ামাটির ফলকে লিখে রাখা হত যেন আমাদের প্রজন্ম এগুলা খুঁজে পায় আর আমরা সেই লেখার অনুবাদ বের করে ফেলি। (কাল্পনিক) আমার এই মুহূর্তে ইচ্ছে করছে যে টাকলাদের স্ট্যাটাস পোড়ামাটর ফলকে লিখে পাহাড়পুর রেখে আসি। তারপরের বার যখন ঘুরতে যাব নিজে খুঁজে বের করে পড়ে ফেলব। আর মানুষ মনে করবে প্রাচীন দুর্বোধ্য লিপি পড়ে ফেলেছি। রাতারাতি দেশের নায়ক হয়ে যাব। টাকলা স্ট্যাটাস পড়ার মতো দুর্বোধ্য কিছু আছে কিনা আমার জানা নাই। -ade o asshole takla
Posted on: Thu, 04 Jul 2013 18:44:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015