একটা মজার জিনিস - TopicsExpress



          

একটা মজার জিনিস এতদিন চোখে পড়ে নাই। দেখেন, এন্ড্রয়েডের ভার্সনগুলার নাম ইংরেজি এ্যাল্ফাবেটের ক্রম অনুযায়ী দেওয়া- (এখন পর্যন্ত A থেকে M পর্যন্ত দেখা যাচ্ছে!) Alpha (1.0) Beta (1.1) Cupcake (1.5) Donut (1.6) Eclair (2.0–2.1) Froyo (2.2–2.2.3) Gingerbread (2.3–2.3.7) Honeycomb (3.0–3.2.6) Ice Cream Sandwich (4.0–4.0.4) Jelly Bean (4.1–4.3.1) KitKat (4.4–4.4.4) L release (developer preview) Android M (6.0 -2015/2016) মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম... গুগোলের আরেকটা প্রজেক্ট Project Ara দেখে মুগ্ধ হইলাম। ২০১৫ তে আসবে বাজারে এই স্মার্টফোন। পিসিতে যেমন Ram, Graphics Card ইচ্ছামত চেঞ্জ করে পার্ফর্ম্যান্স বাড়ানো যায়, এই ফোনগুলাতে এভাবে বিভিন্ন hardware swap করা যাবে! দাম মাত্র ৫০ ডলার থেকে শুরু! আর রিসেন্টলি ইন্ডিয়ায় বের হওয়া Android One তো আরেক খান জিনিস! উফফ, কবে যে বাংলাদেশে আসবে!! এটার সবচে ইউনিক জিনিস হচ্ছে কেনার পর দুই বছর পর্যন্ত OS update দিবে। দাম ১০৫ ইউএসডলার। বাংলাদেশে আসতে আরো দুই তিন মাস! আই জাস্ট লাভ গুগোল! আশায় আছি, কবে দেখবো বাড়িঘরের মধ্যেও এন্ড্রয়েড OS দিয়ে দিবে! গাড়িতে, টিভিতে, চশমায়, ঘড়িতে সবখানে তো এন্ড্রু এসেই গেছে কবেই! ঘরের মধ্যে বসে বললাম, Ok google, speed up the fan. বা, Turn off the lights! সাথে সাথে কাজ হয়ে যাবে। সায়েন্স ফিকশান বাস্তব হইতে আর দেরি নাই মমিন
Posted on: Tue, 07 Oct 2014 02:37:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015