একটু পড়বেন দয়া - TopicsExpress



          

একটু পড়বেন দয়া করে..... আমাদের হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জাতপাতর ভেদাভেদ নিয়ে।। ব্রাহ্মনদের উন্নাসিক আচরণই ছিল এরজন্য মূলত দায়ী।। কিন্তু জাতপাতের ভেদাভেদ সম্পরকে এখনও আমাদের ধারনা ঠিক হয়নি।। গীতা বা বেদ এ এই শ্রেণীবিভাগ করা হয়েছে শুধুমাএ কর্মের উপর ভিত্তি করে, জন্মের উপর নয়।। আগেকার দিনে ব্রাহ্মণের ছেলে অশিক্ষিত ছুতার মিস্ত্রি হলেও ওই ব্যাটা আজীবন ব্রাহ্মনই থেকে গেছে।। এটাই আমাদের অবক্ষয় এর মূল কারন।। আমার হাসপাতালের পাশে বাসুদেব চক্রবর্তী নামের এক লোক টং দোকানে চা, পান, বিড়ি, সিগারেট বিক্রি করে।। সে নিজেকে ব্রাহ্মন দাবী করে।। সে অশিক্ষিত।। নিজের নামটা লিখতে কলম ভেঙে ফেলার মত অবস্থা হয়।। সে কি করে ব্রাহ্মন ...?? তার পূর্বপুরুষ ব্রাহ্মন হলেও এ জন্মে সে শুদ্র।। এটাই সত্য।। আবার এ দেশের একজন প্রথিতযশা চিকিৎসক হলেন ডাঃ বিমল চন্দ্র সূএধর।। তিনি প্রতিদিন একশত রোগী দেখেন।। কত মানুষ তার দ্বারা উপকৃত হয়...!! সে আর কতদিন নমশুদ্র থাকবে...?? তার পূর্বপূরুষ নমশুদ্র হলেও এ জন্মে তিনি ব্রাহ্মন।। তিনি নমস্য।। তার ক্ষমতা আছে সমাজকে নেতৃত্ব দেওয়ার।। তাই এখন সময় এসেছে শুধরে নেওয়ার।। কারও নামের শেষে চক্রবর্তী, চ্যাটারজী, গাঙ্গুলি, ভট্টাচারজী লেখা থাকলেই সে ব্রাহ্মন হবে তা আর হবেনা।। আর, এটা নিশ্চিত যে পরম ব্রাহ্মন হচ্ছেন আপনারা যারা আমার এই status টা পড়ছেন।। আসলেই আপনারা ব্রাহ্মণ....কারন আপনারা নিজেদের শিক্ষা দীক্ষায় উপযোগী করে এখন সমগ্র হিন্দু সমাজকে নেতৃত্ব দিচ্ছেন .....আপনাদেরকে আমার salute..!! ((কেউ এই লেখায় কষ্ট পেলে মাফ করবেন ...এই লেখাটি লিখতে আমাকে stimulate করে ডাঃ নন্দী... ডাঃ নন্দী, তুমি অবশ্যই একজন ব্রাহ্মণ, কারন তুমি এ দেশের একজন ডাক্তার )) admin, Chaitanya Brotherhood))....
Posted on: Fri, 29 Aug 2014 17:22:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015