একবার কি চেস্টা করে - TopicsExpress



          

একবার কি চেস্টা করে দেখবেন । ফেসবুক এ ফ্রেন্ড লিস্ট কিভাবে লুকিয়ে রাখব??? ফেস বুক এ কেউ প্রোফাইল দেখলে শুধু মিচুয়াল ফ্রেন্ড লিস্ট দেখায়। এইটা কিভাবে করব? প্লিজ হেল্প। উত্তর : pls follow the following steps and hope u will get ur solutons.... 1. Accounts-->Privacy Settings-->click Friend ,Tags,Connections 2. from here u will be able to select the privacy level of ur friend list..... ম্যাসেঞ্জার ইনষ্টল ছাড়াই চ্যাট করুন MSN or Yahoo তে... কোথাও গিয়ে নেটে বসলেন। MSN or Yahoo তে লগইন করে কোন বন্ধুর সাথে একটু ডিসকাস করতে হবে কোন ব্যাপারে। কিন্তু হতাশ হলেন সেই কম্পিউটারে MSN or Yahoo কোনটাই সেটাপ নেই দেখে। ডাউনলোড করে সেটাপ করে চ্যাট করা বেশ ঝক্কির কাজ.. আর এত সময়ও নেই হয়তো আপনার হাতে। তো এখন কি করবেন? বিরস মুখে বসে থাকবেন? নাহ... বসে থাকতে হবে না... নিচের ওয়েব সাইটটি ভিজির করুন... meebo সাইটটি যদি ওপেন করে থাকেন তাহলে নিশ্চই দেখতে পাচ্ছেন এখানে ইয়াহু ,এমএসএন সহ অনেক ম্যাসেজিং সার্ভিসে লগইন করার অপশন আছে। যে কোনটিতে লগইন করে দেখুন.. আপনি ইচ্ছে করলে আপনার দুইটি এমএসএন/জিটক আইডিতে একই সাথে লগইন করতে পারবেন... এছাড়াও আরো অনেক সুন্দর সব ফিচার আছে.. ব্যবহার করে দেখতে পারেন। ইয়াহুর মেসেজ বডিতে,টেক্মটের মাঝে ছবি যোগ করেতে হয় যেভাবে?? ইয়াহু একটি জনপ্রিয় ই-মেইল সার্ভিস। এর ব্যাপ্তি অনেক। তবু অনেক কিছুই অজানা। যারা জানেন তাদের জন্য নয়। ইয়াহু মেইলে ছবি যোগ করা অনেক পুরুনো তবুও যারা এখনও অবগত নয় তাদের জন্যই আমার এই সামান্য প্রয়াস। আপনি জি-মেইলের ন্যায় ইয়াহুতে সরাসরি আপনার পিসি হতে কোন ছবি যোগ করতে পারবেন না। ইয়াহুতে মেইলে টেক্মটের মাঝে ছবি যোগ করতে চাইলে অবশ্যই তা প্রথমে আপনাকে যে কোন ওয়েব সাইটে তা আপলোড করতে হবে। আপনি নিচের যে কোন ফটো ওয়েব হোস্টিং সাইটে গিয়ে আপনার ছবি আপলোড করতে পারেন। 4freeimagehost/ imagevenue/ flickr/ photobucket/ fotopic.net/ snapfish/info17 তবে খেয়াল রাখবেন ছবির সাইজ যেন 640x640 pixels এ হয়। আর যদি আপনি যে ছবিগুলো যোগ করতে চাচ্ছেন তা যদি ওয়েবে আগে থেকে থাকে তবে কোন ঝামেলাই নাই। আপনার ইয়াহু মেইল এ্যকাউন্ট খুলুন। মেইল কোম্পোজ এ যান এর পর ওয়েবে আপলোডকৃত ছবি বা পূর্ব থেকে আছে এমন ছবিকে রাইট মাউস করে কপি করুন (Press Ctrl-C (Windows, Linux) or Command-C (Mac). )এর পর আপনার ইচ্ছামত মেসেজের/টেক্মটের স্থানে পেস্ট করুন (Hit Ctrl-V (Windows and Linux) or Command-V (Mac) to paste the image)। ব্যাস। তবে আপনার ব্রাউজার যদি হয় Mozilla Firefox or Google Chrome browsers তবে এই সূত্র কাজ করবে না। জি-মেইলে ছবি যোগ করবেন যেভাবে--আমার লেখা ল্যাবস(Labs) জি-মেইলের একটি নতুন অপশন। জি-মেইলের (gmail) মেসেজ এর বডিতে ছবি যোগ করবেন কিভাবে???? আপডেট জি-মেইল (gmail) এর টেক্সেটের মাঝে ছবি যোগ করুন সহজেই আপনার কম্পিউটার হতে। আপনার যদি জি-মেইল (gmail) এ্যাকাউন্ট খোলা থাকে তবে তাতে লগ ইন করুন। আর যদি না থাকে তবে এক্ষুনি একটা এ্যাকাউন্ট খুলে ফেলুন। জি-মেইলতার পর লগ ইন করুন। ডকুমেন্টেস (Documents) এ ক্লিক করুন>গুগল ডকস (Google Docs) নামে নতুন একটি উইন্ডো খুলবে। ক্রিয়েট নিউ (Create New) বাটনে ক্লিক করে ডুকমেন্ট (Document) সিলেক্ট করুন। এবার একটি খালি উইন্ডো ওপেন হবে। ইনসার্ট (Insert) মেনু হতে ইমেজ (Image) সিলেক্ট করুন। আপনার কম্পিউটার হতে ছবি যোগ করতে Choose File সিলেক্ট করুন। আপনি একই ভাবে আরো অধিক ছবি যোগ করতে পারেন। এবার কন্ট্রোল এ (Ctrl-A), চেপে সিলেক্ট করে (Ctrl-C) চেপে কপি করে সরাসরি জি-মেইল এ্যাকাউন্টে কম্পোজ মেইলে গিয়ে নতুন মেইলের বডিতে পেস্ট (Ctrl-V) করুন। এবার প্রয়োজন অনুযায়ী তা টেক্সেটের মাঝে বসিয়ে দিন। এর পর সেন্ড আপনার বন্ধু বান্ধবদের কাছে। এ্যাটাসমেন্ট ছাড়াই। ল্যাবস(Labs) জি-মেইলের একটি নতুন অপশন। এই ট্যাবের অধিনে আপনি অনেক নতুন নতুন অপশন পাবেন যা আপনার মেইলকে আরো প্রাণবন্ত করে তুলবে। আপনি এটি পাবেন সেটিংস এর অধিনে। এখান থেকে আপনি টেক্সটের মাঝে অনায়াসে ছবি যোগ করতে পারবেন। আপনি যদি এই ল্যাবস(Labs) না দেখতে পান তবে আপনি আপনার ব্রাউজার ভার্সন চেক করে নিন কেননা এটি সব ব্রাউজারে দেখায় না। Internet Explorer 7.0+, Firefox 2.0+, Safari 3.0+, and Google Chrome এই সকল ভার্শনে এটি দেখতে পাবেন। যদি ইন্টারনেট ইক্সপ্লোরার-৬ ব্যবহার করেন তবে এই ল্যাবস(Labs) ট্যাব এর সুবিধা পাবেন না। এই ট্যাব সিলেক্ট করে ইনসার্ট ইমেজ ইনেবল্ড করলে ইনসার্ট ইমেজ এর টুলবারটি দেখতে পাবেন। ঠিক নিচের মত। এবার উক্ত বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার হতে কিংবা নেট হতে ইউ আর এল দিয়ে সহজেই ছবি যোগ করতে পারেন মেসেজের বডিতে অর্থাত টেক্সটের মাঝে। এখান থেকে আপনি মেসেজ বডিতে এ্যাটাচমেন্ট ছাড়াই ছবি যোগ করতে পারবেন। রিচ টেক্সট অপশন সিলেক্ট করতে হবে। প্লেইন টেক্সট এ এই ফরমেটিং টুলবারটি পাবেন না। দেখুন কেমন হবে আপনার ই-মেইল মেসেজটি পছন্দ হলে লাইক দিয়ে সাথে থাকুন ।
Posted on: Mon, 29 Jul 2013 07:01:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015