এখানে যখন আপোষে বিপ্লব, - TopicsExpress



          

এখানে যখন আপোষে বিপ্লব, আশ্রয়ে কাশিমপুর ওখানে তখন বাজছে দামামা, বিদ্রোহী যাদবপুর! তুলনা করছি না বলছি শুধু তুমি একটু ভেবে দেখো দুপাড়েতেই হাঁটে রাষ্ট্রীয় কুৎসা, বামেতেই যায় সে তো! . দুপাড়েতেই আছে ঘৃণ্য রাজাকার, শিক্ষার চৌকিদার দুপাড়েতেই তারা বহাল তবিয়তে, পাহাড়াতে সরকার! . এখানেও ছিলো ক্ষোভের দাবানল, শাহবাগ প্রতিবাদ আপোষের রায়ে ফুসে ওঠা ঢল, ভোর থেকে সারা রাত। কেউ নাম পেলো চিংকু, সুযোগে কেউ বেচেছিলো হাত ওপারেতে শুনি হোক কলরব, ভুতের নাম মাওবাদ! . বলছিনা দুটো রূপে এক, কিন্তু স্বভাবে দুর্গতিনাশিনী বলছিনা পরিণতি এক হবে, তবে মিলটা বোঝা জরুরী। . এপাড় ওপাড় বোঝে না প্রতিবাদ, অন্যায় যখন প্রখর সব পাড়েতেই ক্ষোভের জোয়ার খুঁজবে আলোর ভোর! কেউ পিঠে ছুরি খাবে, কেউ বুকে, আবার কেউ রুখে দাঁড়াবে শাহবাগে যদি প্রতারিতও হয়, জানি যাদবপুরে ওঁরা জিতবে! . মানুষের লড়াই সীমানা বোঝে না, খোঁজে না কো লাভ ক্ষতি আর, মানুষই কেবল শেষতক লড়ে যায়, যেখানে অসংগতি...
Posted on: Thu, 25 Dec 2014 17:29:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015