এখন থেকে নকিয়া ফোন ফ্লাশ - TopicsExpress



          

এখন থেকে নকিয়া ফোন ফ্লাশ দিন নিজে নিজে ! কষ্ট করে আর দোকানে গিয়ে ৫০০-১০০০ টাকা খরচ করে ফ্লাশ করতে হবে না! এই জন্য আপনাকে প্রথমেঃ- 1.press *#7780# 2. Press *#7370# 3.ফোন অফ করে অন করার সময় ফোনের স্টার ( * ) KEY,"3"নম্বর KEY, সবুজ (কল) বাটন এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখুন! যতক্ষণ না ডিসপ্লে তে NOKIA লেখা ও আলো দেখা যায়। 4.Nokia 5800 এর জন্যঃ সবুজ (কল) বাটন, লাল (রিজেক্ট) বাটন, multimedia বাটন ও Power বাটন একসাথে চেপে ধরে রাখু 5.Nokia N97 এর জন্যঃ Shift + space + delete এবং Power বাটন একসাথে চেপে ধরে রাখু 6.অন্যান্য Nokia S60v5ফোনের জন্যঃ সবুজ (কল) বাটন, লাল (রিজেক্ট) বাটন, camera বাটন এবং Powerবাটন একসাথে চেপে ধরে রাখু এরপর ফোন অন হলে দেখবেন আপনার ফোন পুরো NEW হয়ে গেছে, . উপকৃত মনে হলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার। ভালো লাগলে লাইক দিবেন, লাইক দিলে টাকা পয়সা পাওয়া না পরবর্তি পোস্ট দেয়ার উত্সাহ পাওয়া যায়।
Posted on: Sat, 29 Jun 2013 22:26:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015