এখন থেকে যেকোনো পেজ - TopicsExpress



          

এখন থেকে যেকোনো পেজ পিডিএফ আকারে সেভ করুন সামান্য একটা ট্রিক্স ব্যবহার করে আমরা যারা সারাদিন নেট নিয়ে ঘাটা ঘাটি করি তাদের অনেক সময় এই জিনিস টা দরকার পড়ে। মনে করেন ব্রাউস করতে করতে একটা এমন দরকারি জিনিস পেলেন যেটা সেভ করে দরকার বা ঐ পেজ টা সেভ করে দরকার। তখন আপনি ঐ পেজটাকে পি ডি এফ আকারে সেভ করতে অনেকে অনেক সফটওয়্যার ব্যবহার করে। কিন্তু আজকে এমন এক ট্রিক্স শিখিয়ে দিবো যেটা দিয়ে কোন সফটওয়্যার ছাড়া এবং কোন ঝামেলা ছাড়া যেকোনো পেজকে পি ডি এফ আকারে সেভ করতে পারবেন। এর জন্য যে পেজকে পি ডি এফ করবেন সেই পেজ এ গিয়ে ctrl+P চাপুন। এরপর নতুন এক পেজ আসবে ঠিক নিছের ছবির মতো। এরপর Save এ ক্লিক করে যে জায়গায় সেভ করতে চান সে জায়গায় সেভ করুন। একদম সহজ কাজ। তবে যদি সেভ অপশন না এসে তাহলে Destination এর change এ ক্লিক করে যে উইন্ডো ওপেন হবে সেখান থেকে Save as PDF এ ক্লিক করুন তাহলে সেভ অপশন আসবে। আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। (সংগৃহীত)
Posted on: Sat, 20 Sep 2014 15:27:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015