এটা কি Desktop? নাহ... এটা - TopicsExpress



          

এটা কি Desktop? নাহ... এটা হচ্ছে একটা ওয়েব সাইট যা দেখতে হুবুহু কম্পিউটার এর Desktop এর মতই। অর্থাৎ ফুল পিসি। জি বিশ্বাস করতে কষ্ট হলেও আপাতত এটা নিয়েই আমি কাজ করছি। বেশ কিছু দিন আগে আমার মাথায় এমন চিন্তা আসে এবং আলহামদুলিল্লাহ্‌ প্রাথমিকভাবে সফলও হই। :) এখন কাজ করছি ভেতরের কিছু টেমপ্লেট নিয়ে। মজার কিছু ফিচার যুক্ত করেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে Refresh এর ব্যবস্থা রেখেছি, Right Button ম্যানুয়ালি ও ডিরেক্টলি ইউজ করা যাবে ডানে System Timer এর মাধ্যমে মেশিনের টাইমটাকেই ওখানে দেখানো হয়েছে। আর এখন CSS3 দিয়ে Startmenu এর কিছু ফিচার যুক্ত করবো। সবাই দোয়া করো যাতে আমি ১০০% সফল হই। হয়তো এই মাসের ভেতরেই প্রকাশ করবো ইনশাআল্লাহ্‌। [ :P আল্লাহই জানে কি আছে কপালে! বিল গেটস আবার আমারে মারার জন্য লোক পাঠাবো কিনা! ]
Posted on: Mon, 05 Jan 2015 17:35:51 +0000

Trending Topics



t:30px;"> kitabo ke panno ko palt ke sochta hu, yu palt jaye meri zindagi

Recently Viewed Topics




© 2015