এডাল্ট পোষ্ট নিজ - TopicsExpress



          

এডাল্ট পোষ্ট নিজ দায়িত্বে পড়ুন সেদিন বাসে যাচ্ছিলাম । বাসটা আরিচায় ফেরীর উপর । যেহেতু দিনটি ছিল ঈদের আগের দিন , তাই ফেরীতে আমাদের বাসটা ছাড়া আর কোন বাস ছিল না । যাই হোক , কিছুক্ষণ পর দেখি একজন হিজরা বাসে উঠে আসল । অতঃপর সচরাচর যা হয় তাই হলো । সে পুরুষ যাত্রীদের মধ্যে একজনকে বলেই বসল , "টাকা দে , নয়তো চুমা দিমু" বিষয়টি সকলের কাছে স্বাভাবিক হলেও আমার কাছে বেশ আকর্ষণীয় লাগল । বাকিটা রাস্তা ঐ হিজরাটার কথাই ভাবতে ভাবতে চললাম । ...........এবার আমার ভাবনাগুলোই কিছুটা প্রকাশ করার চেষ্টা করছি । একটা মানুষ কতটা কষ্ট , কতটা যন্ত্রণা , কতটা লাঞ্চনার শিকার হলে সে নিজেই নিজের দূর্বলতাকে সকলের সামনে হাসির বস্তুতে পরিনত করতে পারে কিংবা সকলের সামনে নিজেকে ও নিজের আচরনকে চরম পর্যায়ের ঘৃণ্যতম বস্তুতে পরিনত করতেও বিন্দুমাত্র বাধে না । বিষয়টি একটি বারও চিন্তা করে দেখেছেন কি ? কখনও ভেবে দেখেছেন , একজন হিজরা তার জন্মের পর থেকে কতটা কষ্ট সয়েছে , কতটা লাঞ্চনার শিকার হয়েছে ? সে কি একজন মানুষ নয় ? তার কি আপনার কিংবা আমার মত হাসি ও কষ্টের পার্থক্য বোঝার মত ক্ষমতা নেই ? সে কি অনুভূতিহীন রক্তে মাংসে গড়া এক পিশাচ ? তার কি ইচ্ছে করে না , পরিবারের আদর স্নেহ কিংবা ভালবাসা পেতে ? আচ্ছা ধরুন আপনাকে বলা হলো , জনমানবহীন ফাকা রাস্তায় পুরোপুরি নগ্ন হয়ে হাটতে হবে আপনি নিশ্চয় শরীরের বিশেষ অঙ্গের ইঙ্গিতের কথা চিন্তা করে লজ্জা ও রাগে জর্জরিত হয়ে যাবেন । তাই না ? একটাবার ভেবে দেখুন তো, তাহলে এই হতভাগাদের মনের অবস্থাটা কি ? সমাজে উঠতে বসতে এদের সেই অঙ্গকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ইঙ্গিত করা হয় । এতে তাদের কি অবস্থা হয় ভেবে দেখেছেন কখনও ? এরা কার কাছে যাবে কাকে বলবে সেই সব আর্তনাদের কথা মানুষের সর্বশেষ আবেগ প্রকাশের জায়গা হল তার বাবা মা কিন্তু সমাজে আজো কোন বাবা মা নেই যারা তার নিজের সন্তানের এই আর্তনাদ শুনতে পেয়েছে কিংবা শুনেছে তবে কোথায় এরা মুখটি লুকিয়ে একটি মুহুর্ত চিৎকার করে কাঁদবে ? . . . . . . . . . . . . .বলতে পারেন ? এরা এতোটাই হতভাগা যে , ধর্মে পর্যন্ত এদের কোন জায়গা নেই । অর্থাৎ এদের ব্যাপারে বিশেষ কিছুই নেই । এবার আপনিই বলুন , কারা বেশি দুঃখি ? এরা না আপনারা ? এরা এতোটা স্ট্রাগল করে জীবন যাপন করতে পারলে আপনি কেন পারবেন না ? সম্পর্ক করে বিচ্ছেদ হলেই সাড়াক্ষণ কান্নাকাটি করা , সুইসাইডের চেষ্টা করা কিংবা ঈশ্বরের প্রতি অভক্তি প্রকাশ -এসবের মানে কি ? মনে রাখবেন , প্রেম ভালবাসা কিংবা রিলেশনের প্রধান উৎস ও উদ্দেশ্য হচ্ছে সেক্স আপনাকে সে যতই বলুক না কেন , তার ভালবাসা নিস্বার্থ কিংবা আপনার কাছে সে কিছুই চায় না ; চায় শুধু দেখতে আপনার একটু খানি হাসি মনে রাখবেন , এগুলো সম্পূর্ণ মিথ্যা । আজ কিংবা কাল , সেক্সের বিষয় গুলি আসবেই । যদি তার ভালবাসা সত্যিই নিঃস্বার্থ কিংবা পিওর হোত , তবে সে আজ আপনাকে নয় বরং কোন হিজরার প্রেমে হাবুডুবু খেত । সো রিলেশন নিয়ে এতো হতাশ হওয়া কিংবা আনন্দে মাটিতে পা না ফেলানোর কিছু নেই
Posted on: Sat, 24 Aug 2013 17:27:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015