এতদিনে বুঝলাম, ফেসবুকে - TopicsExpress



          

এতদিনে বুঝলাম, ফেসবুকে কেউ ই সত্যিকারের বন্ধু নয়। হতে পারেনা। এখানে সব ই মেকি, সব ই ছলচাতুরী আর সার্থপরতায় ভরা। ইগোতে টান পড়লেই শত্রুতা শুরু হয়ে যায়। কাউকে বিশ্বাস করে কিছু বললে, সেটা দুর্বলতা হয়ে যায়। গোপন থাকে না, তা আর। কারো সাথে মজা করাটা তো আরো ভয়ানক। কে কখন কিভাবে কিসে সিরিয়াস হয়, বোঝাই ভার। বাংলাদেশের অসুস্থ রাজনীতির মতো, এই বন্ধুত্ত শব্দটা ও Virtually অসুস্থ হয়ে গেছে। বন্ধুত্ত অনেক অনেক বড় কিছু। আনফ্রেন্ড আর ব্লক অপশনের ভেতর একে সীমাবদ্ধ রাখাটা অযৌক্তিক!!! r.i.p ফ্রেন্ডশিপ :(
Posted on: Thu, 15 Jan 2015 07:18:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015