এনডিটিভির স্টারডাস্টে - TopicsExpress



          

এনডিটিভির স্টারডাস্টে বেস্ট ডিরেক্টর ক্যাটাগরি তে এওয়ার্ড পেলেন যারা- ড্রামা- Vikas Bahl (Queen), Imtiaz Ali (HighWay) একশন/থ্রিলার- Farah Khan (Happy New Year) মিউজিক- Divya Ghoshla Kumar (Yaariyaan) আর বছরের সেরা মুভি- ড্রামা- হাইওয়ে কমেডি- খুবসুরাত একশন/থ্রিলার- হ্যাপ্পি নিউ ইয়ার মিউজিক- এক ভিলেন অভিনয়ে- বেস্ট এক্টর- শাহরুখ খান (HNY), রানদীপ হুদা (Highway), শাহীদ কাপুর (Haidar), বেস্ট এক্ট্রেস- সোনাম কাপুর (Khubsuraat), টাবু (হায়দার), দিপীকা পাড়ুকোন (HNY) আমার কথা: কেন! কেন! কেন! Srk এর ডাইহার্ড ফ্যানরাও মানরে বাধ্য HNY iz nothing but a HighClassed Bakwaas... বেস্ট কমেডি ক্যাটাগরি তে HNY পাওয়ার যোগ্য ছিলো, Kick-ও যথেষ্ট যোগ্য ছিলো, একই সাথে Bang Bang... থ্রিলারে Smart & Co. যোগ্য ছিলো, ড্রামায় হায়দারের চেয়ে বেশী যোগ্য ছিলো- PK, বা Marry Kom... ফারাহ খান, ১০ অন ১০ অন কোরিওগ্রাফি, কিন্তু ডিরেক্টর হিসেবে ২ অন ৫... সম্ভবত রাজু হিরানি (PK) বা ওমাং কুমার (Marry Kom) পুরষ্কার পেতে পারতেন... বেস্ট এক্টর হিসেবে Aamir Khan আর বেস্ট এক্ট্রেস হিসেবে Priyanka Chopra নমিনেশনও পান নি, বিশ্বাস করা যায়! সবশেষে এটুকুই বলবো, ক্রিটিকরা সম্ভবত জানতেনও না, গত বছরটায় PK আর Marry Kom- দুটো স্কোরি সাসপেক্টের থিয়েট্রিক্যাল রিলিজও ছিলো...
Posted on: Tue, 13 Jan 2015 12:39:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015