এবাদত-বেদাতের সংজ্ঞা - TopicsExpress



          

এবাদত-বেদাতের সংজ্ঞা খুবই স্ট্রেইট-ফরোয়ার্ড। নবীজী (সাঃ) যা করেছেন, যা করতে শিখিয়েছেন সেটাই এবাদত; আর নবীজী (সাঃ) যা করেন নি, যা করতে শেখান নি এবাদত মনে করে তা করাই বেদাত। নবীজী (সাঃ)-এর জীবনেতিহাসে শবে বরাত উপলক্ষ্যে নামাজ পড়া, হালুয়া-রুটি খাওয়া, একে ঘটা করে পালন করার মত কোন ইতিহাস নেই। এমনকি সৌদি আরবে কখনোই শবে বরাত উপলক্ষ্যে বিশেষ কিছু করা হয় না। এ অপসংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরানসহ এদিককার কিছু দেশে। এ রাতে ভাগ্য নির্ধারিত হয় ধরনের যেসব গালগল্প আমরা জানি সেগুলোও মনগড়া। সকল মানুষের ভাগ্য অনেক আগেই নির্ধারিত হয়ে আছে। হ্যাঁ, এবাদত-বন্দেগী, দোয়া-কালাম করে হয়তো সেটাকে পরিবর্তিত করা যায় তবে শবে বরাতের রাতে বিশেষভাবে এমন কিছু করা হয় না। সারাবছর নফল নামাজ পড়ুন সমস্যা নেই, অন্তত আজকের রাতটা চোখ-কান খোলা রেখে নফল নামাজ পড়া থেকে বিরত থাকুন। বেদাতি অভ্যাস, ধ্যান-ধারণা পাল্টে গেলে পরে নফল নামাজ পড়ার জন্য অনেক সময় পাওয়া যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সঠিক ইসলাম জানার তৌফিক দান করুন।
Posted on: Mon, 24 Jun 2013 14:56:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015