এবার Apktool দিয়ে সহজেই - TopicsExpress



          

এবার Apktool দিয়ে সহজেই এডিট করুন .jar file! আমি এখানে মূলত serviceys.jar এডিট করা নিয়ে আলোচনা করব। কেন services.jar এডিট করবেন? services.jar এডিট করার মাধ্যমে আপনি সহজেই আপনার সেট এ বিভিন্ন সুবিধা যোগ করতে পারেন। কিভাবে services.jar এডিট করবেন? এর জন্য আপনার পিসিতে Apktool apps টা নামান। Winrar দিয়ে extract করেন। Apktool নামে ফোল্ডার দেখতে পাবেন। Apktool- ডাউনলোড লিংক প্রথম কমেন্টে services.jar এডিট করার ধাপসমূহ- ১. ১. আপনার সেট এর System/framework থেকে services.jar কপি করে মেমরি কার্ডে আনুন। ২. পরবর্তীতে তা Apktool ফোল্ডারে আনুন। ৩. এখন services.jar ফাইলটি Winrar দিয়ে ওপেন করুণ। ৪. ওখান থেকে classes.dex ফাইলটি কপি করে Apktool ফোল্ডারে রাখুন। ৫. এবার Apktool ফোল্ডারে গিয়ে Shift +right click প্রেস করুন। Command windows এ যান। ৬. ওখানে টাইপ করুন- java -jar baksmali.jar -o classout/ classes.dex ৭. Apktool ফোল্ডারে SystemUI নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। ওখানে গিয়ে নিজের ইচ্ছামত modify করে নিন। ৮. এবার রিপ্যাকিং এর পালা। ৯. Apktool ফোল্ডারে গিয়ে লিখুন- java - Xmx512M -jar smali.jar classout/ -o new- classes.dex ১০. Apktool ফোল্ডারে আপনি new- class.dex নামে একটি modded classes.dex ফাইলটি পাবেন। ১১. এটির নাম পরিবর্তন করে classes.dex রাখুন। ১২. এখন এই নতুন classes.dex ফাইলটি services.jar এ রিপ্লেস করুন। ১৩. Compression মেথড Store সিলেক্ট করুন। ১৪. ব্যাস কাজ শেষ! যেভাবে install করবেন- ১. Modded Services.jar মেমরি কার্ডে আনুন। ২. System ফোল্ডারে মোভ করুন। ৩. Permission rw-r-r সেট করুন। ৪. System/framework এ রিপ্লেস করুন। ৫. মোবাইল রিবুট করুন। সতর্কবার্তা- অবশ্যই রমের ব্যাকআপ নিয়ে রাখতে হবে। এভাবে আপনি নিজেই বিভিন্ন ফিচার অ্যাড করতে পারেন। এখন থেকে নিজেই হয়ে উঠুন ডেভেলপার!!
Posted on: Sat, 11 Oct 2014 04:08:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015