এবার চিন্তা করেন তো - TopicsExpress



          

এবার চিন্তা করেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আকাশ বাতাস কাপিয়ে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলছেন আপনারই জাত ভাইদের, প্রকাশ্যে জড়ো হয়ে গনধর্ষণ করে ফেলছেন স্বজাতির কোন মা-বোনদের, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন তাদের বসতবাড়ি, ভেঙে ফেলছেন ধর্মীয় উপাসনালয়, তাদের আরাধ্য দেব-দেবীদের মূর্তি। শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের জন্য। অথচ কয়েক পুরুষ আগে এরাই ছিল আপনার রক্তের সম্পর্কের কাছের কেউ। এরপর আপনি হয়তো সবার মঙ্গলের জন্য সত্যি সত্যিই আল্লাহু আকবার আল্লাহু আকবার রব তুলবেন। তখন কী একবারও এইটা মনে করে আপনার গলা কেঁপে উঠবে না যে এই ধ্বনির আড়ালেই হয়তো অন্য কোথাও চাপা পড়ে যাচ্ছে খুন হয়ে যাওয়া কোন অসহায় ভাইদের ভয়ার্ত চিৎকার, গন-ধর্ষিতা হতে থাকা কোন অসহায় মা-বোনদের হাত জোড় করা মিনতি আর্তনাদ, কিংবা কারো ক্ষমাভিক্ষা? কাল একটা ভিডিও দেখেছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দুইটা খ্রিষ্টান মেয়েকে প্রকাশ্য রাস্তায় গনধর্ষণ করার। আজকের এইটা দেখুন, এই সপ্তাহখানেক আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে কায়রোর কপটিক খ্রিষ্টানদের চার্চে। আল্লাহ সত্যিই মহান! ======================== বিস্তারিতঃ raymondibrahim/from-the-arab-world/scandal-morsi-government-permits-savage-attack-on-st-mark-cathedral/ গনধর্ষণঃ https://facebook/photo.php?v=351690064931362 ( LPYouW2y2Y">ইউটিউব লিঙ্ক ) কপটিক মিশরীয়দের নিয়ে ইমন জুবায়ের সামুব্লগঃ somewhereinblog.net/blog/benqt60/29705915 - See more at: chutrapata/daripalla/125#sthash.ZUOdI95I.dpuf
Posted on: Mon, 17 Jun 2013 14:46:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015