এমন ঘটনা প্রায় ই ঘটে। তবে - TopicsExpress



          

এমন ঘটনা প্রায় ই ঘটে। তবে কিছুক্ষন আগের ঘটনা টা না লিখে পারছিনা। স্কয়ার হাসপাতালের সামনে রিকশায় উঠেছি। দুই টি ছেলে পিছন দিক থেকে এক সাথে ভাই বলে ডাকলো । রাস্তা ফাকা। যেভাবে ডেকেছে তাতে ভয় না পেয়ে উপায় নাই। রিকশাওয়ালা কে বললাম জোরে চালান। রিকশা জোরে টান দেবার আগেই...দুইজন দুই পাশ থেকে বিশাল এক হাসি দিয়ে বললো, ভাইজানের পরিচয় ? আমি ভয়ে আরামছে আমার পিতৃ প্রদত্ত নাম বললাম "কিবরিয়া"। তার পরের প্রতিক্রিয়া আমার সারাজীবন মনে থাকবে... বিশাল চিতকার...ওরে আর জ়ে কিবরিয়া রে পাইছি রে!!! ভাই একটু আগেই আপনার কথা বলতেছিলাম ! ...। কে ক্যামেরা বের করে কে ছবি তুলে ...মিনিটের মধ্যে ছেলেটা ঘামতে শুরু করলো। আমি ওর কাঁধে হাত রেখে বললাম , পাশেই আমার অফিস একদিন বেড়াতে এস! চারপাশের লোকজন আমার দিকে হা করে তাকায় আছে! যাদের কেউ ই হয়ত আমাকে চেনেনা! নিজেকে খুব বিব্রত লাগছিলো। আমার খুব অসহায় লাগে যখন কেউ আমাকে দেখে এত খুশি হয়। আমি আদৌ এমন কেউ নই।নিজেকে ফানুস লাগে! যদি কিছু করে এমন খুশি করতে পারতাম তাহলেও না হয় হত! নিজেকে নিজের কাছে খুবি ছোট লাগে। এরপরের বার এমন ভাবে ডাক দিলে আমি নিজেই রিক্সা থেকে নেমে দৌড় দিব! :D
Posted on: Tue, 13 Aug 2013 15:24:48 +0000

Recently Viewed Topics




© 2015