এস.এস.সি সাজেশন- 2015 বিষয়ঃ - TopicsExpress



          

এস.এস.সি সাজেশন- 2015 বিষয়ঃ সাধারন গনিত ১০০% কমন সাজেশন। অনু ৩.৩ → উদা ১৩ / অনু- ৬. ৮. ১১. ২৬. ৩৪. ২৯. ৩৮, ৩৯. ৪১ অনু ৩.৪ → উদা ২/৩।।। অনু- ৩. ১০. ১১, ১৮, (১৮ পৃঃ কাজ ২) অনু ৪.১ → উদা ৬।। অনু - ৮, ৯. ১০.১২. ১৩. ১৫. ১৮, ২০. ২১. ২২। অনু ৪.২ → উদা ৮/ উদা ১০/ উদা ১১ ///// ১ ( গ, ঘ) ২ (গ), ৩ (খ), [8:46PM, 1/23/2015] +880 1729-734059: ্রেণিতে নির্দিষ্টসংখ্যক ছাত্র ও 20 জন ছাত্রী রয়েছে। শ্রেণিতে ছাত্রসংখ্যা যত প্রত্যেক ছাত্রছাত্রী তত টাকা চাঁদা দেয়। মোট চাঁদার পরিমাণ 8000 টাকা। ওই শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন ছাত্রী অথবা 5 জন ছাত্র বসে এবং ওই শ্রেণির জন্য বেঞ্চ তৈরি করতে মোট খরচ হয় 38850 টাকা। প্রশ্ন: ক. ছাত্রসংখ্যা x ধরে মোট চাঁদার পরিমাণ x এর মাধ্যমে প্রকাশ করো। খ. ছাত্রছাত্রীদের মোট চাঁদার পরিমাণ আলাদাভাবে নির্ণয় করো। গ. ছাত্রদের জন্য প্রয়োজনীয় বেঞ্চ তৈরি করতে খরচের পরিমাণ নির্ণয় করো। উত্তর: ক. ধরি, শ্রেণির ছাত্রসংখ্যা x জন দেওয়া আছে, ছাত্রীসংখ্যা 20 জন শ্রেণির মোট ছাত্রছাত্রীর সংখ্যা (x+20) জন প্রশ্নমতে, প্রত্যেক ছাত্র বা ছাত্রী চাঁদা দেয় x টাকা (x+20) জন ছাত্রছাত্রী চাঁদা দেয় x(x +20) টাকা মোট চাঁদার পরিমাণ x(x+20) টাকা [জেনে রাখো: মোট ছাত্রছাত্রীর সংখ্যা x এর মাধ্যমে প্রকাশ করতে পারলে ১ নম্বর পাবে।] উত্তর: খ. মোট চাঁদার পরিমাণ 8000 টাকা প্রশ্নমতে, x(x+20) = 8000 বা, x2+100x - 80x - 8000 = 0 বা, x(x+100) - 80(x+100) = 0 বা, (x+100)(x - 80) = 0 x+100 = 0 অথবা, x - 80 = 0 অর্থাত্ x = -100 অথবা, x = 80 ছাত্রসংখ্যা ঋণাত্মক হতে পারে না বিধায় x = -100 গ্রহণযোগ্য নয় x = 80 ছাত্রসংখ্যা 80 জন প্রত্যেক ছাত্র চাঁদা দেয় 80 টাকা এবং প্রত্যেক ছাত্রী চাঁদা দেয় 80 টাকা। ছাত্রের মোট চাঁদার পরিমাণ 80×80 বা, 6400 টাকা এবং ছাত্রীর মোট চাঁদার পরিমাণ 20×80 বা, 1600 টাকা [জেনে রাখো: সমীকরণ সমাধানের মাধ্যমে ছাত্রের সংখ্যা নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে। মোট চাঁদার পরিমাণ সমীকরণের মাধ্যমে প্রকাশ ও তা সমাধান করতে পারলে ২ নম্বর পাবে। মোট চাঁদার পরিমাণ সমীকরণের মাধ্যমে প্রকাশ করলে ১ নম্বর পাবে।] উত্তর: গ. মোট ছাত্রসংখ্যা 80 জন প্রতি বেঞ্চে ছাত্র বসে 5 জন 80 জন ছাত্রের জন্য বেঞ্চ প্রয়োজন 80¸5 বা, 16 টি। আবার, মোট ছাত্রীসংখ্যা 20 জন প্রতি বেঞ্চে ছাত্রী বসে 4 জন 20 জন ছাত্রীর জন্য বেঞ্চ প্রয়োজন 20¸4 বা, 5 টি শ্রেণির মোট বেঞ্চের সংখ্যা (16+5) বা, 21 টি ধরি, প্রতিটি বেঞ্চ তৈরি করতে খরচ p টাকা প্রশ্নমতে, 21p = 38850 p = 1850 প্রতিটি বেঞ্চের নির্মাণখরচ 1850 টাকা ছাত্রদের জন্য প্রয়োজনীয় বেঞ্চ তৈরিতে মোট খরচ (1850×16) বা, 29600 টাকা [জেনে রাখো: প্রতিটি বেঞ্চ তৈরির খরচের পরিমাণ নির্ণয়ের পদ্ধতি বের করতে পারলে ৩ নম্বর পাবে। ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় মোট বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে পারলে ২ নম্বর পাবে। ছাত্রদের জন্য প্রয়োজনীয় বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে পারলে ১ নম্বর পাবে। [8:48PM, 1/23/2015] +880 1729-734059: গণিত (সৃজনশীল প্রশ্ন) পূর্ণমান-৬০, সময়-৩ ঘণ্টা দয়া_করে_সবাই_শ েয়ার_করুন [বি.দ্র.প্রতিটিবিভাগ থেকে কমপক্ষে ১টি করে ৬টি প্রশ্নের উত্:::ক-বিভা ১:- একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি ৬৫০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি 676টাকা ক) উদ্দীপকের তথ্যগুলোকে দুটি সমীকরন দ্বারা প্রকাশ করো? খ) দুই বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো? গ) কত বছরে ওই পরিমাণ মূলধন ওই নির্দিষ্ট হার মুনাফায় তিন গুণ হবে? ২:- একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রে পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল ৩০৭২ বর্গমিটার বর্গক্ষেত্রটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে ৪ মিটার প্রশস্থ দুটি পথ আছে৫০ সেমি. দৈর্ঘ্য ও ৪০ সেমি. প্রস্থের ইট দিয়ে রাস্তা দুটি বাঁধা করা হলোইটের হাজার ৭৫০০ টাকা ক) আয়তক্ষেত্রের প্রস্থ X মিটার ধরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে একটি দ্বারা প্রকাশ করো? খ) বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো? গ) রাস্তা দুটি বাঁধাই করতে কত টাকার ইট লাগবে? :::খ-বিভাগ::: ৩:- x + y = 13 এবং x - y = 3 ক) x2 - y2 এর মান নির্ণয় করো? খ) 2 (x2 + y2) এর মান নির্ণয় করো? গ) দেখাও যে, x2 -y2- xy=-1 বা x3+y3=কত? ৪:- x + y = p; ax - by = q ক) pb + q এর মান কত? খ) p = a - b এবং q = a2+ b2 হলে (x, y) নির্ণয় করো? গ) p/q = ১/২ হলে x/y এর মান নির্ণয় করো? ৫:- U = {1, 2, 3, 4, 5, 6},A = {1, 3, 5}, B = {2, 4,6} এবং C র্ = {1, ক) U-Cর্ নির্ণয় করো? খ) দেখাও যে, (A ╟ B)র্ = A র্╚ Bর্? গ) দেখাও যে, A ╚ (B ╟ Cর্ ) = (A ╚ B) ╟ (A ╚ C র্)? :::গ-বিভাগ::: ৬:- ABC সমকোণী ত্রিভুজের ╨A = 1 সমকোণ এবং BE ও CF দুটি মধ্যমা ক) প্রমাণ করো যে, EF2 = CE2 + BF2? খ) প্রমাণ করো যে, BC2= AB2 + AC2? গ) প্রমাণ করো যে,ক্ষেত্র AEF = 1/4 (ক্ষেত্র ABC)? ৭:- O কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে PQ ব্যাস এবং ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে PM ও QN দুটি সমান জ্যা ক) বৃত্তের ব্যাসার্ধ ৫ সেমি. হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো? খ) প্রমাণ করো যে, PQ বৃত্তের বৃহত্তম জ্যা? গ) প্রমাণ করো যে, PM ||QN? ৮:- কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৫ সেমি. ও ৩.৫ সেমি.এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৬০° ক) প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে দেখাও? খ) অঙ্কনের বিবরণসহ সামান্তরিকটি আঁকো? গ) অঙ্কনের বিবরণসহ এমন একটি বর্গ আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য উদ্দীপকে উল্লিখিত সামান্তরিকটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের সমান? ::ঘ-বিভাগ:: (পরিসংখ্যান) ৮০ নম্বরের পরীক্ষায় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্প্রা প্ত নম্বর গণসংখ্যা ২৫-৩৪ ২৫ ৩৫-৪৪ ১৫ ৪৫-৫৪ ৩০ ৫৫-৬৪ ১০ ৬৫-৭৪ ১৭ ক) শ্রেণি ব্যবধান নির্ণয় করো? খ) প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো? গ) প্রদত্ত উপাত্তের আয়তলেখ আঁকো? অতিরক্ত প্রশ্নঃ ১:- x2-2x+1=0 হলে, (ক) x+1/x=কত? (খ) x4+1/x4 এর মান নির্নয় কর? (গ) দেখাও যে, x2-1/x2=x3+ x3 ২:- ৮ম শ্রেণির ৩০জন শিক্ষাথীর ইরেজী বিষয়ে প্রাপ্ত নম্বর হলোঃ ৪৫,৪২,৬০,৬১,৫৮, ৫৩,৪৮,৫২,৫১,৪৯,৭৩,৫২,৫৭,৭১,৬৪, ৪৯,৫৬,৪৮,৬৭,৬৩,৭০,৫৯,৫৪,৪৬,৪৩, ৫৬,৫৯,৪৩,৬৮,৫২। (ক) শ্রেণি ব্যবধান ৫ ধরে শ্রণিসংখ্যা কত? (খ) শ্রেণি ব্যবধান ৫ ধরে গনসংখ্যা নিবেশন সারনি তৈরী কর? (গ)গড় নির্নয় কর l ৩:- (ক) সমকোনী ত্রিভু কাকে বলে? (খ) প্রমান কর যে AC2=AB2+BC2 (গ) যে কোনো বাহু বিশিষ্ট একটি সামান্তরি আঁক এবং অঙ্কনের বিবরন দাও। ৪:- (ক) উদ্দীপকের বৃত্তে তিনটি জ্যা অঙ্কন কর? (খ) দেখাও যে জ্যা গুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী? [8:52PM, 1/23/2015] +880 1729-734059: ০১৫ সালের এসএসসি পরীক্ষা: মডেল টেস্ট English 2nd Paper 1. Fill in the blanks with the words from the box. You may need to change the form of some of the words. You may need to use one word more than once. 0.5 × 10 = 5 speak through oppression recent the demolished by ban other also Malala has become a very famous name (a) ╛. She is a 14 years old Pakistani girl (b) ╛ up for right of girls to study. She was just like many (c) ╛ ordinary girls in Asia. But suddenly the Talibans (d) ╛ girls schools and set a (e) ╛ on girls going to schools in her area. Malala protested this not only (f) ╛ speaking in public but also telling the world (g) ╛ internet. In October 2011, she received nomination for the international childrens peace prize. The state (h) ╛ donated various honours on her. But on October 9, 2012, she was shot on (i) ╛ head by some unknown killers. She survived but people all over the world protested this heinous act. Today Malala has become a symbol of protest against (j) ╛. 2. Fill in the blanks with suitable words.0.5×10=5 You must have heard the name (a) ╛ Kazi Nazrul Islam. He is (b) ╛ national poet of our country. He is known as (c) ╛ rebel poet. He was born (d) ╛ a poor family. He passed his boyhood in great (e) ╛. When (f) ╛ First World War broke (g) ╛, he joined (h) ╛ army. After the war, he began to write poems. He wrote especially for the oppressed people. He is called (i) ╛ Shelley of Bangali literature. His poems and songs inspired the Bangalees in the War (j) ╛ Liberation. 3. Make five sentences using parts of sentences from each column of the table below. 1×5=5 The recognition was tabled was given is has proclaimed came in the form of a resolution unanimously adopted at the plenary of the UNESCO at its head quarters in Paris. The UNESCO a great tribute and glowing homage to the language martyrs of Bangladesh. The proclamation in Bangladesh. It to spread mother tongues widely. The resolution February 21 as the International Mother language Day in 1999. 4. Complete the following text with right form of the verbs given in the box. 0.5 × 10 = 5 can manipulate find comprise bring enhance use involve help improve communicate reduce Information technology is the technology that (a) ╛ in creating storing, (b) ╛ and (c) ╛information. It is the end product of data processing. Micro computers have brought multidimensional disciplines to the information technology. Technology development in computer and electronics (d) ╛ tremendous development in the field of information technology. It can (e) ╛ the economic growth. It has many opportunities in the field of business. It can be used for transaction process, data warehouse, management information system etc. It (f) ╛ its involvement in multimedia which (g) ╛ text, sound graphics, video and animation. It can also (h) ╛ in (i) ╛poverty. It can help (j) ╛ the productivity of the working people. 5. Change the narrative style of the following text. 5 Prince of the Faithful, replied the vizier, They are doubtless a company of drunkards. If we go in, I fear that some harm may befall you. We must go in, insisted the Caliph, You shall invent some pretext for our entrance. I hear and obey, said Jafar. 6. Change the sentences according to directions given in brackets. 1 × 10 = 10 (a) No other problem in Bangladesh is as great as illiteracy. (Make it comparative) (b) So, the literacy rate in Banladesh is very poor. (Make it negative) (c) It is too poor to imagine. (Make it complex) (d) It is the duty of the educated people to educate illiterate. (Make it interrogative) (e) The Government has taken necessary steps to eradicate illiteracy. (Make it passive) (f) We must remove illiteracy to develop our country. (Make it complex) (g) As we are illiterate, we cannot progress. (Make it compound) (h) We must educate all if we want to get a better future. (Make it simple) (i) Only education can help us to overcome all the problems. (Make it negative) (j) We should not neglect this problem. (Make it affirmative) 7. Complete the Sentences. 1 × 5 = 5 (a) She talks with him as if ╛. (b) I gave him ╛. (c) When Ive finished my work, ╛. (d) Sultana will go to Germany ╛. (e) ╛, be sure of a house wherein to tarry. 8. Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parenthesis. 0.5 × 10 = 5 (a) ╛ (confident) ╛ makes a man reach the goal of life. The lack of (b) ╛ (determine) ╛ leads one to lose his confidence. You need it in order to overcome the problems in life. First fix-up target in life. Then try (c) ╛ (sincere) ╛ to gain success. Dont lose heart, if you fail first. Remember that (d) ╛ (fail) ╛ is the pillar of success, whereas success without (e) ╛ (compete) ╛ isnt enjoyable. Determination keeps you (f) ╛ (mental) ╛ strong and you make (g) ╛ (prepare) ╛ for struggle to reach goal. Nobody can be (h) ╛ (success) ╛ in his mission. Failure makes him more (i) ╛ (determine) ╛ to work with (j) ╛ (renew) ╛ vigour and energy. 9. Make tag questions of these statements. 1 × 5 = 5 (a) Everybody of my family is eagerly waiting for you, ╛? (b) The elite enjoyed the function, ╛? (c) We need to buy some beautiful gifts, ╛? (d) Rikta, accompanied by her husband and three children, has left Dhaka today, ╛? (e) The widower lost all belongings, ╛? 10. Complete the passage using suitable connectors. 1 × 5 = 5 The greatness of book depends on (a) ╛ the readers think. (b) ╛ we read a book once, we can discover many things in it. But based on one reading, we cannot judge the standard of a book. (c) ╛ a book is praised; we have no doubt about the greatness of the book. At first reading, we may not understand a book. (d) ╛ if it is read more than once, we will see (e) ╛ it was read and praised. 11. Use capitals and punctuation marks where necessary in the following text. 5 the young man could realize that it is possible to make a hole in the frozen water he procured a strong block and cried ureka ureka the girl and step- mother came they said bravo you are really great thanks to god he has sent you to us 12. Suppose you are Rina/Rana and you have passed BA. You have seen a vacancy add for the position of an Assistant Teacher of High School. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed one page. 8 13. Suppose, you are Sumon/Shila, an inhabitat of Hathazari Upazilla under Chittagong district. Recently a devastating flood has affected your area. Now, write an application to the DC to supply goods immediately to the flood affected area. 10 14. Answer the following questions to write a paragraph on A Street Hawker. You should write about 250 words. 10 (a) Who is a street hawker? (b) Where do we find him? (c) What does he sell? (d) How does he attract the attention of customers? (e) How is his economic condition? 15. Write a composition on Wonders of Modern Science. 12 [8:53PM, 1/23/2015] +880 1729-734059: এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ইংরেজি ২য় পত্র Prepositions Set-7: It was very nice of you to have written to me. You will be glad to know that I got the first prize (a) — the debate competition in English of our college (b) — the topic ‘The importance of learning English’. I will now tell you (c) — brief what I said there. English is an international language. All that is best in modern civilization is available (d) — English. If we avoid English, we will keep ourselves aloof (e) — the civilization world. Answer: (a) in (b) on (c) in (d) in (e) from. Set-8: Dear Sagar, I am going to tell you (a) — the proper use of holidays. They give us Relief (b) — heavy pressure of regular work or normal duties. They help us to get rid (c) — the din and bustle of life. We know that to work (d) — pause is tiresome. So, holidays are essential (e) — our life. Answer: (a) about (b) from (c) of (d) without (e) for/to. Set-9: Dear Arif, Thank you so much (a) — your kind invitation to your birthday party. I think we shall make enjoy the day very much. Will Karim be present (b) — that day? I shall go to your house (c) — my younger sister. Convey my best regards (d) — your parents. (e) — best wishes. Answer: (a) for (b) on (c) with (d) to (e) with. Set-10: Everyone desires (a) — wealth. But a few attain it. Some people hanker (b) — riches. Some are content (c) — what they have. True happiness lies (d) — contentment. It’s high time we gave (e) — the habit of covetousness. Answer: (a) for (b) after (c) with (d) in (e) up. Set-11: My dear Mimi, Love to you. I am very glad to know that you have stood first in order (a) — merit. I know you would do well in the examination as you worked hard. So it is rightly said that industry is the key (b) — success. Very few students can do well in the examination (c) — dint of merit. It is seen that those who became great in this mundane world have become so (d) — hard labour and perseverance. I pray to omnipotent creator (e) — your brilliant result. Answer: (a) of (b) to (c) by (d) through/by (e) for. Set-12: Dear Sir, I shall be grateful to you if you kindly publish the following write-up in your newspaper. ‘Culture is the mirror and reflection (a) — life (b) — a society (c) — a country. From the beginning of cable TV, the western as well as Indian culture is sweeping (d) — our culture. If we fail to make our people interested (e) — our own culture, the cultural invasion is a must. We should make all our efforts to improve our cultural heritage and entertainment media, so that we can uphold our heritage.’ Answer: (a) of (b) in/of (c) of (d) away (e) in. Set-13: Dear Sebanty, We are pleased to learn that you will be able to start the course (a) — Business studies from September this year. In reply (b) — your request, we have allotted you room number 315 in the East Hall. You must complete your registration (c) — August. Classes will start (d) — September 12. We look forward (e) — meeting you. Answer: (a) on (b) to (c) by (d) from (e) to. Set-14: Dear Mohon, Sorry for my unwilling delay to attend the function (a) — your residence. When I was ready (b) — the function, my father (c) — giving me any information, cause to me. He had fallen seriously ill. So I could not help taking him (d) — a Clinic for immediate Treatment. I hope I will visit you (e) — a week. Answer: (a) at/in (b) for (c) without (d) to (e) within/after/ in. Set-15: My dear Mim, Happy to know your brilliant success (a) — medical profession. Always remember that man is the noblest creation (b) — Allah, and his greatness lies in selfless service (c) — humanity as well as in doing something great and noble (d) — human beings irrespective of caste, creed and colour. Waiting to hear again (e) — you. Your well-wisher, Raihan. Answer: (a) in (b) of (c) to/towards (d) for (e) from
Posted on: Sun, 25 Jan 2015 11:54:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015