ঐশী খুনি বিশ্বাস করেন না - TopicsExpress



          

ঐশী খুনি বিশ্বাস করেন না চাচা নিজ বাবা - মাকে হত্যার দায় স্বীকার করে নিলেও তা বিশ্বাস করতে পারছেন না স্বয়ং ঐশীর চাচা রুবেল। তিনি মনে করেন, ঐশী এ খুন করেনি। পুলিশি জিজ্ঞাসাবাদে ঐশী সবকিছু স্বীকার করে নিলেওরুবেল তা মনে করেন না। তিনি বলেন, “পুরো বিষয়টিরহস্য ঘেরা। ঐশীর মতো একটি বাচ্চা কিভাবে তার বাবা-মাকে খুন করে তা আমার বোধগম্য নয়। এর মধ্যে গভীর ষড়যন্ত্র ও রহস্য লুকিয়ে থাকতে পারে।” নিহত পুলিশ দম্পতির লাশ উদ্ধারের আগের বাসা থেকে পালিয়ে যান তাদের বড় মেয়ে ঐশী রহমান। ফলে পুলিশ মনে করে আসছিলো এই জোড়া খুনে ঐশীর সম্পৃক্ততা থাকতে পারে। পরের দিন ঐশী নিজে পুলিশের কাছে ধরা দেওয়ারপর সত্য বেরিয়ে আসে। প্রমাণ হয়ে যায় যে, ঐশীই খুনি। তবে আরো কোনো রহস্য থাকতেপারে বলে ঐশীকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।কিন্তু ঐশীর বয়স আঠারোর কম হওয়ায় তাকে রিমান্ডেনেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠে। এ বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সংবাদ মাধ্যমের কাছে বলেন, “আঠারো বছরের কম বয়সী কাউকে রিমান্ডে নেওয়া আইনের লঙ্ঘন, অধিকারের লঙ্ঘন।” ঐশীর জন্ম কবে এ বিষয়ে তার চাচা রুবেল বলেন, “১৯৯৫ সালে জন্ম হয় ঐশীর ।”
Posted on: Tue, 20 Aug 2013 03:50:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015