ওকে। অবশেষে ভয়ে ভয়ে - TopicsExpress



          

ওকে। অবশেষে ভয়ে ভয়ে আম্মারে কইলাম "আম্মা গত শুক্কুরবারে Moinul Murad এর বিয়া খাইতে গিয়া ৩০ সেকেন্ডের মধ্যে Shahadat Hossain Jewel এবং তাহার সহধর্মিণী Dibanur Rashid Siddiqua এর ১০ হাত সামনে দিয়া আমার মোবাইল খানা পকেট মারনী নিয়া গেসে" (পকেট মারনী কারণ আমার আশে পাশে খালা মামী এবং কতিপয় তরুনী টাইপ কন্যা ছিলো। যাই হোক আম্মারে কওয়ার আগে অবশ্য একদফা নাটক কইরা লইসি, যেমন -"আম্মা একটা অপরাধ করসি, বইকোনা প্লিজ, মাইরোনা।" দেন ২৩ সেকেণ্ড পজ দিয়া কই ,"না থাক কমুনা" এইডা আমার পুরানা কৌশল , আম্মায় টেনশনে পড়া যায়। কোয়ার লাইগা চাপ দেয়, এন্ড এই দুরঘটনার কথা কওয়ার পর আধ্যাত্মিক লাইনে চইলা যায়= "থাক যা যাওয়ার গেসে, নিশ্চয় বড় বিপদ ছিলো, মোবাইলের উপর দিয়া গেসে।" আমি ও আধ্যাত্মিক লাইনে মাথা নাড়াই। ও গুরুত্বপূর্ণ কথা হইসে মোবাইল খানা হচ্ছে আইফোন ফোর এস উইথ ৩২ জিবি মেমোরী, যার বাজার দর কত কইতে না পারলেও আমার সহজ সরল আম্মারে কইসি ৩৫০০০.আম্মায় কিছু কইলোনা। (হয়তো তার এই আকাইম্মা পোলার দাম ৩৫০০০ এর একটু বেশি) যাই হোক প্রিয় বন্ধুগন আপনাদের পরামর্শ কামনীয়। ১৫০০০-১৮০০০ টাকার মধ্যে ভালো সেট কি কিনতে পাওয়া যাবে তার নাম ও সুবিধাগুলি জানালে উপক্রিত হইতাম। আমার চাহিদা উচ্চগতির ইন্টারনেট সরবাধিকার পাবে। প্লিজ কেউ দিয়া করে ২৪০০০ হইলে অমুক পাইতা, ৩০০০০ হইলে তমুক পাইতা এই টাইপ কমেন্ট দিয়েন না। কজ ওই টেকা থাকলে আমি আইফোন সেকেন্ড হ্যান্ড কিনা ফালাইতাম। এই টেকা যোগাইতে একটা বিশেষ জায়গার জমানো টাকায় হাত দেওয়া লাগতাসে :( । অফটপিক- আজকের হাসিটা দুর্দান্ত ছিলো। দিল পে চাক্কু ঘুসা দিয়া। ( ভাই সবার কেলানোর দরকার নাইক্কা, যারে কইসি হেই বুইঝা লইবো)
Posted on: Sun, 22 Sep 2013 15:01:04 +0000

© 2015