ওরিয়ানা ফাল্লাচি একজন - TopicsExpress



          

ওরিয়ানা ফাল্লাচি একজন সাংবাদিক ও বিতর্কিত ইতালিয়ান লেখিকা ! তিনি একমাত্র ইতালিয়ান সাংবাদিকা যাকে স্পেশাল করেস্ফনডেনট হিসেবে ভিবিন্ন দেশে প্রেরন করা হত ।তার মধ্যে প্রচণ্ড ইউরোপীয় জ্যাতাভিমান অর্থাৎ ইউরোপের সাহিত্য সংস্কৃতি নিয়ে অহংকার প্রচণ্ড এবং প্রচণ্ড ইসলাম বিদ্ধেষি(ইসলামের সমালোচক নন ! ) । তার লেখা বইগুলো যেমন , লা ফরজ্জা দেল্লা রাজনে , লা রাব্বিয়া এ ওরগলিয় পড়লেই বুজা যায় তিনি মুসলিম দেখে ইসলামকে বিচার করেছেন এবং অনেক ক্ষেত্রে মুসলিম দেশ সমূহের সংস্কৃতির সাথে ইসলামকে গুলিয়ে ফেলেছেন । তার প্রচণ্ড ভয় ছিল যে , ইসলাম ইউরোপকে জয় করে নিবে এবং এই নিয়ে তিনি ইউরোপিয়ানদের সতর্কও করেছেন । ইসলাম নিয়ে তার লেখা বই গুলো পড়ে মনে হয়েছে মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ,বিদ্ধেষের বহিঃপ্রকাশ আর ইসলাম নিয়ে অন্ধ ও অযৌক্তিক সমালোচনা এবং প্রোপাগান্ডায় ভরপুর । তবে আমার কাছে তার সাংবাদিকতার দিকটি অর্থাৎ সাক্ষাৎকারের ক্ষেত্রে তার কথা বের করার কৌশল অনেক চমৎকার ।তিনি অনেক বড় বড় ব্যাক্তিত্তদের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন যেমন , হেনরি কেসিঞ্জার , ইয়াসির আরাফাত , ইন্দিরা গান্দি , জুলফিকার আলি ভুটটু ,গাদ্দাফি ... । ইন্তারভিস্তা কোন লা স্তরিয়া অর্থাৎ ইতিহাসের সাথে সাক্ষাৎকার নামক গ্রন্থে বাংলাদেশে শেখ মুজিবুর রাহমানের সাথে তার সাক্ষাৎকারটি সেরকম !!! এতে বাংলাদেশের জাতির পিতার অনেক চাপা পড়া কাল অধ্যায় গুলো উঠে এসেছে !! যে বা যারাই তার সাক্ষাৎকারের উপর এই ডকুফিল্ম করেছে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য । ইতিহাসের কাঠগড়ায় এক নিরব সাক্ষী হয়ে থাকবে । COURTESY TO KAMRUL HASSAN youtube/watch?v=lrBCycnyDAg
Posted on: Mon, 01 Sep 2014 11:46:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015