কি অভাগা দেশে জন্ম নিলাম, - TopicsExpress



          

কি অভাগা দেশে জন্ম নিলাম, কোন একটা কাজ এইখানে সহজভাবে, ভোগান্তি ছাড়া তাড়াতাড়ি হয় না। জন্ম নিছেন বার্থ সার্টিফিকেট বানাবেন? ঘুষ দিয়েও মিনিমাম ১মাস ঘুরা লাগবে। তারপর যখন হাতে পাবেন, তখন দেখা যাবে (শতকরা ৮০ ভাগ সম্ভাবনা) বাপের নামের ভুল করে রাখছে! :\ বড় হইছেন জাতীয় পরিচয় পত্র লাগবে?? হে হে হে আমার বেশি না এক বছর লাগছে হাতে পাইতে। তারপর দেখি নামের বানান ভুল ওইটা ঠিক করতে আরও তিন দিন। ৪ বছর লেখাপড়া করে অনেক কষ্টে পরীক্ষা পাহাড় পার করে অবশেষে রেজাল্ট বাহির হইছে, সার্টিফিকেট লাগবে?? ;) আমার বিবিএর প্রভেশনারি সার্টিফিকেট তুলতে বেশি না তিন মাস দরবারে দরবারে ঘুরা লাগছে :) ধুর বহুত হইছে আর না থাকুম না এই দেশে >:( -- এই বইলা বাইরে চইলা যাইবেন? পাসপোর্ট লাগবে না?? ;) কম হলেও তিন মাসের চক্কর। :P কি ভিসায় যাইবেন? :) স্টুডেন্ট ভিসায়? :P এডুকেশন মিনিস্ট্রি , ফরেন মিনিস্ট্রি , নোটারি (এমনকি বাপ মায়ের বিয়ের কাজি অফিসে যাওয়া লাগতে প্যাঁরে ) মিনিমাম একমাস চক্কর। তো কন দেশে যাইবেন আমিরিকা, আস্টলিয়া, কানাডা ? :) ভাই থামেন! যেই দেশেই যান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাইতে, ডকুমেন্ট জমা দিতে মিনিমাম ৪ মাসের চক্কর কাটা লাগবে। কি ভাবছেন ভোগান্তি শেষ? চার মাস পর ভিসা পেয়ে যাচ্ছেন। তারপর খালি সুখ আর সুখ?? ^_^ যে না শতকরা ৭৫ ভাগ সম্ভাবনা এম্বাসি আপনারে ডেকে আপনার পাসপোর্ট টা ধরিয়ে দিয়ে বলবেঃ সরি নিরাপত্তার কারন বশত আপনারে ভিসা দেওয়া গেল না 8| আবার ৬ মাস পরে ট্রাই করেন।
Posted on: Wed, 04 Dec 2013 09:01:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015