কাইল থেইকা কেউ ফ্রেন্ড - TopicsExpress



          

কাইল থেইকা কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে পারতাছে না >:( লিস্ট ফুল দেখায় ফলোয়ার বানাইয়া দেয় অথচ আমার ফ্রেন্ড (4,237) জন !! তাদেরকে শো করেঃ- Unable to Send Friend Request This person cant accept new friend requests, but you are now following them. আবার, ২০টা ফলোয়ার গায়েব !!!! :O অটোমেটিক !!!! O.o তার উপর, সকাল থেইকা ফোনে কল আসে না !! যারা কল দেয় তাদের বিজি শো করে (User Busy) অথচ আমি কারো লগে কথা কইতাছি না >_< আমার লগে এইসব কি হইতাছে !!?!! O.o আইডিতে+ফোনে ২ জায়গাতেই সমস্যা !!! জ্বিন,ভূতের আছড় লাগে নাই তো আবার !!!!!!! O.o কি করুম !!! এই ভ্যাজাল থেইকা মুক্তি পাওয়ার উপায় কি !!! :( যারা সকালে কল দিয়া পান নাই,তারাঃ- 01818126099 এ আবার চেষ্টা করেন !! আমি অন্য নাম্বার দিয়া কল দিয়া দেখছি কল আসে !! 01557071684 রবিতে যদি প্রব্লেম এখনো থেকে থাকে তাহলে এইটায় ট্রাই করবেন !!
Posted on: Thu, 24 Apr 2014 07:36:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015