কেউ যদি আপনার নাম ও ছবি - TopicsExpress



          

কেউ যদি আপনার নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল পেজ চালায় অথবা আপনাকে উত্ত্যক্ত করে, আপনি BTRC তে ফোন করে কমপ্লেইন করবেন। ২৪ ঘন্টার মধ্যে এ্যকশন নিবে ৩ দিনের মধ্যে তাকে আইনের আওতাভুক্ত করা হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশের ফেসবুক BTRC থেকে অপারেট করা হয়। BTRC এর পূর্ণরুপ Bangladesh telecommunicati on regulatory commission. PHONE(PABX):+88 029611111 Email: [email protected] বিষয়টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন
Posted on: Fri, 08 Aug 2014 12:55:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015