কাউকে দোষ দেয়া খুব সহজ - TopicsExpress



          

কাউকে দোষ দেয়া খুব সহজ কিন্তু সেটা নিজে বাস্তবায়ন করা অতো সহজ নয় । শুধু সরকার, প্রশাসন বা নেতাদের দোষ দিলে কি কোন ফলাফল আসবে ? কোন পরিবর্তন হবে আমাদের সমাজের বা আমাদের দেশের ? একটি সরকারের বা প্রশাসনের অংশ আমি আপনি সবাই । তাই, যদি ব্যর্থ হই, আমরা সবাই ব্যর্থ । সফলতার জন্য একসাথে কাজ করতে হবে । হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে সাফল্যর দিকে । আমরা শুন্যে(০) তে আছি, চলুন সপ্ন দেখি শতক (১০০) এ পৌঁছানোর । হয়তো ৬০/৭০ বা ৮০ পর্যন্তই যেতে পারবো ! তাহলে থেমে থাকা কেন ? এতটুকুই বা আসে কোথা থেকে ? দেশ আমাদের, হ্যা -- দেশটা আমাদের সবার । তাই আপনি দেশের জন্য কিছু করবেন না, সেটা মেনে নেয়া যায় না । অনেক ভাবেই সাহায্য করা সম্ভব । চিন্তা করে দেখুন, সাহায্যের রাস্তার অভাব নেই । কিন্তু এমন কিছু করুন, যেটা আসলেই ইফেক্টিভ এবং স্থায়ী । আমরা আশা রাখি, আমরাই পারি দেশ বদলে দিতে । গড়ে তুলতে পারি সোনার বাংলা । এই আমরা মানে Bangladesh Awaken People না, আমরা অর্থ সমগ্র জনতা । আর, যারাই দেশের জন্য এগিয়ে এসেছে এবং আসবে, তারাই জাগ্রত জনতা !
Posted on: Sun, 24 Nov 2013 19:26:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015